সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকালে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে পানাগড়ের বুদবুদের কোটা গ্রাম। টিনের ছাদওয়ালা একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে। এর তীব্রতা এতটাই ছিল যে, ঘরের চাল উড়ে যায়। ঘটনায় আহত হন ৩ জন। অভিযোগ, এতবড় বিস্ফোরণের পরেও ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করাতে রাজি নয় পুলিশ৷ আর যা ঘিরে ঘণীভূত হচ্ছে রহস্য৷

[মাধ্যমিক থেকে শিক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার নিয়ে কড়া সংসদ ]
ঘটনার পর কেটে গিয়েছে দু’দিন৷ কিন্তু মেলেনি অনেক প্রশ্নের উত্তর৷ পুলিশ শুধু জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের ফলে দুর্ঘটনাটি ঘটেছে৷ কিন্তু পুলিশের দাবি মানতে নারাজ স্থানীয় বাসিন্দার৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানিয়েছেন, প্রথমে বিস্ফোরণের খবর পেয়ে, তাঁরা ভেবেছিলেন নাশকতামূলক কিছু ঘটেছে৷ তাঁদের অভিযোগ, ওই বাড়িতে অসামাজিক কাজকর্ম চলত৷ বহুবার বিষয়টি প্রশাসনের কানে তোলা হয়েছে৷ কিন্তু কাজের কাজ কিছু হয়নি৷ এক্ষেত্রে প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা৷ এবার পুলিশ ফরেনসিক পরীক্ষা করতে রাজি না হওয়ায় তুঙ্গে চর্চা৷ পানাগড় বায়ুসেনা ঘাঁটির বেশ কাছেই অবস্থিত বুদবুদের এই গ্রাম৷ সেখানে এমন বিস্ফোরণ কাণ্ড ঘটায়, স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷ কারণ, খাগড়াগড়ের স্মৃতি এখনও টাটকা রাজ্যবাসীর মনে৷ তাই এখানেও তেমন কোনও ষড়যন্ত্র চলছিল নাকি, সেই আশঙ্কাই বাসা বেঁধেছে গ্রামবাসীদের মনে৷
[‘ভারত যুদ্ধে গেলে চুপ থাকব না’, পাক হ্যাকারদের নিশানায় কলেজের ওয়েবসাইট]
বৃহস্পতিবারের বিস্ফোরণে আহতদের রাজবাঁধ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ঘটনাস্থল থেকে দু’টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে বুদবুদ থানার পুলিশ৷ সেগুলি অক্ষত ছিল। এবং বাড়ির ভিতরেও আগুন ধরার কোনও চিহ্ন ছিল না বলে সূত্রের খবর।
The post বুদবুদ বিস্ফোরণে ফরেনসিক পরীক্ষায় নারাজ পুলিশ, ঘনীভূত হচ্ছে রহস্য appeared first on Sangbad Pratidin.