shono
Advertisement
Nadia

বছরের প্রথম দিনেই সাফল্য! নদিয়া সীমান্তে উদ্ধার ১ কোটি টাকার সোনা, গ্রেপ্তার এক

উদ্ধার হলো ১ কোটি টাকার সোনা।
Published By: Anustup Roy BarmanPosted: 06:08 PM Jan 01, 2026Updated: 06:08 PM Jan 01, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিনেই সাফল্য নিরাপত্তা বাহিনীর। নতুন বছরে আটক চোরাচালানকারী। নদিয়া সীমান্তে বিএসএফ-এর হাতে গ্রেপ্তার সোনা পাচারকারী। উদ্ধার হলো ১ কোটি টাকার সোনা।

Advertisement

নদিয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে একটি বড় অভিযান বিএসএফ-এর। সীমান্তের ৩২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানরা কৃষ্ণগঞ্জের গেদে সীমান্ত চৌকি থেকে একজন ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত সোনার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে বিএসএফ।

জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার সকাল ৯:১৫টা নাগাদ বিএসএফ জওয়ানরা এই অভিযান চালায়। আন্তর্জাতিক সীমান্তের কাছে উত্তরপাড়া গেদে গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রামের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ। জওয়ানরা তাঁকে থামানোর চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে বলে জানা গিয়েছে। সেই সময়ই কর্তব্যরত বিএসএফ জওয়ানরা তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। তল্লাশির পর তার কাছ থেকে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বিএসএফ সূত্রে এই খবর জানা গিয়েছে।

বিএসএফ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তি জানায়, সোনাগুলো একজন বাংলাদেশি পাচারকারী তাকে দিয়েছিল। তার কাজ ছিল এই সোনা অন্য একজন ভারতীয় পাচারকারীর কাছে পৌঁছে দেওয়া। গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং বাজেয়াপ্ত সোনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপরে, পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছরের প্রথম দিনেই সাফল্য নিরাপত্তা বাহিনীর।
  • নতুন বছরে আটক চোরাচালানকারী।
  • বিএসএফ-এর হাতে গ্রেপ্তার সোনা পাচারকারী।
Advertisement