shono
Advertisement

প্রেমিকাকে পেতে বিষ খাওয়ার অভিনয়, জামাইষষ্ঠীতে মৃত্যু যুবকের

প্রেমিকার কাকিমা-সহ বাড়ির দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। The post প্রেমিকাকে পেতে বিষ খাওয়ার অভিনয়, জামাইষষ্ঠীতে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:15 PM Jun 08, 2019Updated: 10:15 PM Jun 08, 2019

পলাশ পাত্র, তেহট্ট: প্রতিবেশী প্রেমিকার সঙ্গে প্রেম। কিন্তু বিয়েতে রাজি নয় যুবকের পরিবার। তাই বাড়ির লোকেদের রাজি করতে বিষ খাওয়ার অভিনয় করলেন যুবক। কিন্তু সেই অভিনয়ই বিপদ ডেকে আনল। জামাইষষ্ঠীর দিনই মারা গেলেন প্রেমিক। আত্মহত্যায় প্ররোচিত করার ঘটনায় ওই নাবালিকা প্রেমিকার কাকিমা-সহ বাড়ির দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের হয়ে কাজ করছেন আইসি, ফেসবুক লাইভে অভিযোগ বিজেপি যুব নেতার]

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহিনূর শেখ (২২)। শনিবার করিমপুর হাসপাতালে সাহিনূরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে এখনও রয়েছে চাপা উত্তেজনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানারপাড়া থানার মথুরাপুর চালশরান গ্রামের সাহিনূরের সঙ্গে প্রতিবেশী এক নাবালিকার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে পরিবারের মধ্যে অশান্তিও হয় একাধিকবার। তা সত্ত্বেও সাহিনূর বিয়ের জন্য জেদ করেন। কিন্তু এমন সম্পর্ককে স্বীকৃতি দিতে নারাজ ছিলেন ছেলের বাবা-মা। তবে ভালবাসায় নিমজ্জিত প্রাণ সাহিনূর সেসব মানতে রাজি নন। প্রেমিকাকে বিয়ে করার ব্যাপারে দৃঢ প্রতিজ্ঞ তিনি। অভিযোগ, প্রেমিকার কাকিমা, মা-সহ পাঁচজন সাহিনূরকে পরামর্শ দেন, বিয়েতে বাবা-মাকে রাজি করাতে তিনি যেন বিষ খাওয়ার নাটক করেন। সেই মতো সাহিনূর গত ৪ জুন জমিতে যে কীটনাশক দেওয়া হয়, সেই বিষ খান। কিন্তু তাতেই কাল হল। বাড়িতেই  অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নতিডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে করিমপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার সকালে জামাইষষ্ঠীর দিনই মৃত্যু হয় প্রেমিকের। এরপরই গ্রামে প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে মৃতার মা অভিযোগ করার পর পুলিশ মেয়ের পরিবারের দু’জনকে গ্রেপ্তার করে। ঘটনার পরই বাকি তিনজন পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

[আরও পড়ুন: ধরনায় বসে বউ জুটলেও জামাইষষ্ঠীতে অনন্তর কপালে নেই শাশুড়ির আদর]

The post প্রেমিকাকে পেতে বিষ খাওয়ার অভিনয়, জামাইষষ্ঠীতে মৃত্যু যুবকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement