shono
Advertisement

ISF’এর উপর হামলায় উদাসীন পুলিশ, অভিযোগে ভাঙড় থানার সামনে বিক্ষোভ নওশাদের

ভোট প্রচারের শেষদিনে আইএসএফের বিক্ষোভে অশান্ত ভাঙড়।
Posted: 07:25 PM Apr 08, 2021Updated: 07:26 PM Apr 08, 2021

দেবব্রত মণ্ডল, বারুইপুর: আগামী ১০ তারিখ, চতুর্থ দফায় রাজ্যের যে ৪৪ আসনে ভোট, তার মধ্যে অন্যতম আকর্ষণীয় লড়াইয়ের কেন্দ্র ভাঙড় (Bhangar)। সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে আইএসএফের পাশাপাশি লড়াইয়ে রয়েছে শাসকদল তৃণমূল। আর এই দুই যুযুধানের প্রতিদ্বন্দ্বিতায় ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠছে এই এলাকা। বৃহস্পতিবার, চতুর্থ দফা ভোটের শেষদিনে আইএসএফের (ISF) বিক্ষোভে অশান্তি বাড়ল ভাঙড়ে। দলীয় কর্মীদের উপর বারবার হামলায় পুলিশের উদাসীনতার অভিযোগ তুলে ভাঙড় থানার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। দিনভর এ নিয়ে চাপা অশান্তি জারি রইল ভাঙড়ে।

Advertisement

গত ৬ তারিখ, তৃতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনার ১৬ টি আসনে ভোটের দিন বিভিন্ন জায়গায় আইএসএফ কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছিল। বুথে প্রবেশে বাধা পাওয়ার অভিযোগে বুথের সামনেই সাতসকালে ধরনায় বসেছিলেন মগরাহাট পশ্চিমের আইএসএফ প্রার্থী মইদুল ইসলাম। সেসব নিয়ে উত্তেজনাও ছড়িয়েছিল। ভোট মিটে যাওয়ার পরপর দফায় দফায় আইএসএফ কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ দলের।

[আরও পড়ুন: ‘তৃণমূলের বিরোধিতা করলে উৎখাত করব’, ভোটের প্রচারে ‘হুমকি’ দিয়ে বিতর্কে গৌতম দেব]

বৃহস্পতিবারও দলের বেশ কয়েকজনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনা জীবনতলা থানার পারগাঁতি এলাকায়। আহত মনিরুল সর্দার, সাবির সর্দারকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায়ও তাঁদের হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়েছে। তাঁরা ওই অবস্থায় বাড়িতেই রয়েছেন। প্রশাসনকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভপ্রকাশ করেছেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী তথা দলের ভাইস প্রেসিডেন্ট নওশাদ সিদ্দিকি।

[আরও পড়ুন: ক্ষমতায় এলে বাংলাতেও হবে ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’, হুঁশিয়ারি আদিত্যনাথের]

অন্যদিকে, পূর্ব ক্যানিং বিধানসভায় শওকত মোল্লার দলবল ISF কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও হামলা চলে বলেও অভিযোগ। এ নিয়ে বিকেলের পর থেকে আরও অশান্তি হতে থাকে এলাকা। প্রতিবাদে ভাঙড় থানার সামনে অবস্থান-বিক্ষোভ করছেন পীরজাদা নওশাদ সিদ্দিকি-সহ দক্ষিণ ২৪ পরগনা সংযুক্ত মোর্চার নেতৃত্বরা। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পালটা মত, এলাকায় আইএসএফ নিজেই এলাকায় অশান্তি তৈরি করছে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার