অভিরূপ দাস: কর্তব্যে গাফিলতির দায়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাসপেন্ড হয়েছেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউত। সাসপেন্ড করা হয়েছে আরএমও-সহ মোট ১২ সিনিয়র, জুনিয়র চিকিৎসককে। তার কয়েক ঘণ্টার মধ্যে নতুন সুপার নিয়োগ করল স্বাস্থ্যদপ্তর। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিশেষজ্ঞ অধ্যাপক ইন্দ্রনীল সেনকে দায়িত্ব দেওয়া হল। আপাতত তিনিই মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার হিসেবে দায়িত্ব সামলাবেন। সাসপেন্ড হওয়া অন্যান্য চিকিৎসকদের জায়গাতেও নিয়োগ করা হয়েছে। এদিকে প্রসূতি মৃত্যুর ঘটনায় এবার কোতোয়ালি থানায় দায়ের হল এফআইআর। ১২ জনকে সাসপেনশনের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে মেডিক্যাল কলেজে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসকদের একাংশ।
বৃহস্পতিবার সন্ধে নাগাদ স্বাস্থ্যভবনের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যালের সাসপেন্ডেড এমএসভিপি-র বদলে সেই দায়িত্বে আনা হয় ডাক্তার ইন্দ্রনীল সেনকে। তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক। পরবর্তী নির্দেশ পর্যন্ত তিনিই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত এমএসভিপি। এছাড়া আর জি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক দেবদত্ত ঘোষ, বর্ধমান মেডিক্যালের একই বিভাগের চিকিৎসক দেবদূত বন্দ্যোপাধ্যায় ও তপন গঙ্গোপাধ্যায় এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের চিকিৎসক সন্ন্যাসীচরণ বর্মনকে বদলি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। আপাতত এই পাঁচ সিনিয়র চিকিৎসক মেদিনীপুরের স্ত্রীরোগ বিভাগ সামলাবেন।
গত বৃহস্পতিবার রাতে মেদিনীপুর মেডিক্যালে প্রসবের পর কেশপুরের মামনি রুইদাসের মৃত্যু হয়। নেপথ্যে বিষাক্ত স্যালাইনকে দায়ী করে পরিবার। তবে পরবর্তীতে তদন্তে দেখা যায়, স্যালাইন নয়, মৃত্যুর নেপথ্যে 'হিউম্যান এরর'। ওইদিন অপারেশন থিয়েটারে কোনও সিনিয়র ডাক্তার ছিলেন না, জুনিয়ররাই অপারেশন করেন। নিয়ম না মেনেই অস্ত্রোপচার হয়েছিল বলে তদন্ত রিপোর্টে উঠে এসেছে। এই রিপোর্ট দেখার পরই মুখ্যমন্ত্রী কর্তব্যে গাফিলতির দায়ে বৃহস্পতিবার মেদিনীপুর মেডিক্যালের আরএমও, এমএসভিপি-সহ ১২ জনকে সাসপেন্ড ঘোষণা করেন। তবে তাতে পরিষেবা যাতে ব্যাহত না হয়, তার জন্য কয়েকঘণ্টার মধ্যেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন দায়িত্বে আনা হল সাগর দত্ত মেডিক্যাল, বর্ধমান মেডিক্যাল ও বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালের চিকিৎসকদের।
