shono
Advertisement
Pahalgam

পহেলগাঁও জঙ্গি হামলায় শোক, বউভাতের আড়ম্বর বাতিল করলেন নবদম্পতি

অভীরূপ ও উপমা দুজনেই মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন।
Published By: Suhrid DasPosted: 09:15 PM Apr 25, 2025Updated: 09:15 PM Apr 25, 2025

অরূপ বসাক, মালবাজার: বউভাত উপলক্ষ্যে বিস্তর পরিকল্পনা ছিল। আতসবাজি থেকে ব্যান্ডের বাজনা, রোশনাই-আনন্দের পরিকল্পনা ছিল বউভাত উপলক্ষ্যে। কিন্তু তার মধ্যেই ঘটে গিয়েছে কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা। পহেলগাঁওয়ে গুলি চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মারে জঙ্গিরা। সেই মৃত্যুর তালিকায় বাংলার তিনজন রয়েছেন। মৃতদেহ ঘিরে স্বজনদের কান্না নাড়িয়ে দিয়েছে শিক্ষিত মহলকে। আর সেজন্যই বউভাতের সব রোশনাই শেষমুহূর্তে বাতিল করলেন নবদম্পতি।

Advertisement

মালবাজার শহরের আনন্দপল্লির বাসিন্দা অভিরূপ সরকারের সঙ্গে কলকাতার বাসিন্দা উপমা সরকারের বিবাহ ঠিক হয়েছিল। গত ২২ তারিখ কলকাতায় মেয়ের বাড়িতে ধুমধাম করেই বিয়ে হয়। পরে জানা যায়, পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। তারপর আর কোনওরকম জাঁকজমক অনুষ্ঠানের ইচ্ছা হয়নি দুই পরিবারের। বউভাতের অনুষ্ঠানও সাধারণভাবে করার সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার কলকাতা থেকে নিউ মাল জংশনে নামেন নব দম্পতি। সেখানেই একটি রেস্ট হাউসে ছিলেন দুজনে।

ব্যান্ড পার্টি সহযোগে ওই দম্পতির রাতে বাড়ি ফেরার কথা ছিল। সেই পরিকল্পনা বাতিল করেন তাঁরা। অভিরূপ ও উপমা নির্দিষ্ট সময়ে গেস্টহাউস থেকে গাড়িতে বাড়ি ফেরেন। সাধারণভাবেই দুজনকে বরণ করে নেওয়া হয়। বাড়িতে সেসময় চলেনি কোনও গান। এদিন বউভাতের সকাল থেকেও কোনও আড়ম্বর দেখা যায়নি। অভিরূপের বাড়ি থেকে অনুষ্ঠানের বাড়িতেও কোনও গান বাজানো হয়নি। মৃদুস্বরে বউভাতের আসরে কেবল সানাই বেজেছে। বউভাতের অনুষ্ঠানের পর আতসবাজির পোড়ানোর পরিকল্পনাও ছিল। সেসব কিছু আনাও হয়েছিল। কিন্তু সেই আতসবাজি পোড়ানোর পরিকল্পনা বাতিল করা হয়।

অভীরূপ ও উপমা দুজনেই মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে সম্পত্তি জানিয়েছেন দুই পরিবারও। অভিরূপ এখন বেঙ্গালুরুতে কর্মরত, উপমা হায়দরাবাদে। তথ্যপ্রযুক্তি দুনিয়ার দু'জনেই ব্যস্ত দুই মুখ। অভিরূপের কাকা সুপ্রতিম সরকার, মালবাজারের প্রাক্তন পুরপ্রধান ও সৎকার সমিতির দীর্ঘদিনের সম্পাদক। তিনি বলেন, “দেশ এমন এক শোকের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন নিজেদের আনন্দের জৌলুস দেখানোটা খুবই দৃষ্টিকটু লাগত। বর-কনেও সেটাই অনুভব করেছে। তাই আমরা স্থির করলাম, এবারের বধূবরণ হবে একেবারেই ঘরোয়া, নিঃশব্দে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বউভাত উপলক্ষ্যে বিস্তর পরিকল্পনা ছিল। আতসবাজি থেকে ব্যান্ডের বাজনা, রোশনাই-আনন্দের পরিকল্পনা ছিল বউভাত উপলক্ষ্যে।
  • কিন্তু তার মধ্যেই ঘটে গিয়েছে কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলা। পহেলগাঁওয়ে গুলি চালিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে মারে জঙ্গিরা।
Advertisement