শংকরকুমার রায়, রায়গঞ্জ: যাদবপুর বিশ্ববিদ্যালয়, এসএসকেএম হাসপাতাল, দুর্গাপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের পর রায়গঞ্জ। ফের পড়ুয়ার রহস্যমৃত্যু। রায়গঞ্জের বাসিন্দা সায়নী সরকার নামে ওই তরুণী বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি এলাকার বাড়ির শোওয়ার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেষপর্যন্ত গলায় কাপড়ের ফাঁসে ঝুলে থাকা পড়ুয়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালের মর্গে তাঁর দেহ পাঠানো হয়েছে। মৃত ছাত্রী সায়নী সরকার বেঙ্গালুরুর একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, মানসিক অস্থিরতার জন্য মাসখানেক আগে বেঙ্গালুরু থেকে রায়গঞ্জের বাড়িতে ফিরেছিলেন। আগামী ৫ সেপ্টেম্বর ফের বেঙ্গালুরুর কলেজে ফিরে যাওয়ার কথা ছিল ওই পড়ুয়ার। তার জন্য ট্রেনের টিকিটও অগ্রিম কাটা হয়েছিল।
[আরও পড়ুন: শিলিগুড়ি বিজেপিতে পদত্যাগের হিড়িক, দলের পদ ছাড়লেন বিধায়ক দুর্গা মুর্মুও]
কিন্তু আর ফেরা হল না বেঙ্গালুরুতে। তার আগেই প্রশিক্ষণরত নার্স পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পরিজনেরা। নিহত ছাত্রীর বাবা সুবোধ সরকার পেশায় দর্জি। তিনি বলেন,”বেঙ্গালুরুর কলেজে অনেক দিন ধরেই একটা সমস্যা হচ্ছিল। ওই নার্স কলেজের প্রিন্সিপাল মেয়েকে বাড়িতে নিয়ে যেত বলে। তাই সেখান থেকে নিয়ে আসতে বাধ্য হই। তারপর থেকে বাড়িতে একাই থাকত। বিশেষ কথা বলতে চাইত না। তারপর এই ঘটনা।”
