shono
Advertisement
SIR

SIR শুনানি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায়! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘোলার বৃদ্ধা

এনিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
Published By: Kousik SinhaPosted: 09:14 PM Jan 04, 2026Updated: 09:14 PM Jan 04, 2026

অর্ণব দাস, বারাকপুর: এসআইআরে শুনানিপর্বে একের পর এক অভিযোগ সামনে আসছে। এমনকী শুনানিতে ডাক পাওয়ার পরে আতঙ্কে মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। এবার শুনানিতে ডাক পড়ার পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেলেন এক বৃদ্ধা! পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির আতঙ্কেই এই ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার ঘোলা থানার বিলকান্দা ১ পঞ্চায়েতের তালবান্দা উত্তরপাড়া এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এনিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালবান্দা উত্তরপাড়া এলাকার বাসিন্দা বছর বাষট্টির অলোকা বিশ্বাসের কাছে গত শুক্রবার এসআইআরে শুনানির জন্য নোটিস আসে। এরপর থেকেই দুঃচিন্তায় ছিলেন ওই বৃদ্ধা। পরিবারের দাবি, সেদিনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অসুস্থ বৃদ্ধার পুত্রবধূ রত্না বিশ্বাস বলেন, " শুনানির নোটিশ হাতে পাওয়ার পর থেকে শাশুড়ি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরিবারে কারোর সঙ্গে খুব একটা কথা বলছিলেন না। খাওয়াদাওয়াও বন্ধ করে দেন। মেয়ের সঙ্গে চেয়ারে বসে শুনানির কাগজপত্র কোথা থেকে পাবে তানিয়ে কথা বলছিলেন। তখনই চেয়ারে বসে থাকা অবস্থায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে চেয়ার থেকে পড়ে যান। হাসপাতাল থেকে আমাদের জানিয়ে দিয়েছে, উনি কোমায় চলে গিয়েছেন। জানিনা কি হবে।"

এনিয়ে স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর দাস জানিয়েছেন, বিজেপির অঙ্গুলি হেলনে কমিশন চলছে। ফল ভোগ করছে সাধারণ মানুষ। এই বৃদ্ধার এই পরিনতির দায় কমিশনকে নিতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে গেলেন এক বৃদ্ধা!
  • পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির আতঙ্কেই এই ঘটনা ঘটেছে।
  • ঘোলা থানার বিলকান্দা ১ পঞ্চায়েতের তালবান্দা উত্তরপাড়া এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement