shono
Advertisement
Mamata Banerjee

গঙ্গাসাগর মেলার আগেই কপিলমুনির আশ্রমে মুখ্যমন্ত্রী, আরতির পর নিবেদন করলেন শাড়ি

আশ্রম চত্বর থেকে এসআইআর নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা।
Published By: Tiyasha SarkarPosted: 04:40 PM Jan 05, 2026Updated: 05:14 PM Jan 05, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র কয়েকটা দিন। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে সোমবার মেলার প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি মুড়িগঙ্গায় সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই কপিলমুনির আশ্রমে (Kapil Muni Ashram) যান তিনি। নিজের হাতে আরতির পাশাপাশি শাড়ি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। 

Advertisement

কপিলমুনির আশ্রমে পুজোর পর সেখানে দাঁড়িয়েই গঙ্গাসাগর মেলা ও সেতু  নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "মেলা নিয়ে ৭-৮ টা মিটিং হয়েছে। আমি নিজে পরিদর্শন করলাম। একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে। আশা করছি ১ কোটির মানুষ আসবে।" মন্দির চত্বর থেকেই এসআইআরে নাম বাদ প্রসঙ্গে বিজেপি ও কমিশনকে একহাত নেন মমতা। বলেন, "ভারত সেবাশ্রম সংঘের মহারাজের নাম কেটেছে। সাধারণ মানুষের পাশপাশি সাধু- সন্তদের নাম বাদ গিয়েছে। এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ...! এই অন্যায় বরদাস্ত করব না।"

প্রসঙ্গত, এদিন মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। যদিও এর সূত্রপাত বছর ছয়েক আগেই। মুড়িগঙ্গার উপর একটি সেতু তৈরির স্বপ্ন দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এজন্য একাধিকবার কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের জন্য দরবার করে রাজ্য সরকার। কিন্তু কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণে সেই সাহায্য পাওয়া সম্ভব হয়নি! সাগরদ্বীপের মানুষ এবং গঙ্গাসাগর মেলায় আসা পুণ্যার্থীদের কথা ভেবে অবশেষে সেতু গড়তে উদ্যোগী হন খোদ মুখ্যমন্ত্রী। শুরু হয় জমি অধিগ্রহণের কাজ। ডাকা হয় টেন্ডার। অবশেষে স্বপ্নপূরণ! মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২-৩ বছরের মধ্যেই শেষ হবে সেতুর কাজ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাতে মাত্র কয়েকটা দিন। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা।
  • তার আগে সোমবার মেলার প্রস্তুতি পরিদর্শনের পাশাপাশি মুড়িগঙ্গায় সেতুর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এরপরই কপিলমুনির আশ্রমে যান তিনি। নিজের হাতে আরতির পাশাপাশি শাড়ি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। 
Advertisement