সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: গত কয়েকদিন আগেই বাংলায় এসে টার্গেট 'ফিক্সড' করে দিয়ে গিয়েছেন অমিত শাহ! এমনকী নেতাকর্মীদের ময়দানে নেমে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। কিন্তু শাহের টনিকেও হল না কাজ! বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল! দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল চেয়ে সমাজমাধ্যমে পোস্ট বিজেপির জেলা কমিটির সদস্যের। শুধু তাই নয়, বিজেপির বর্তমান বিধায়কের বিরুদ্ধেও তোপ দেগেছেন তিনি। তাঁর দাবি, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হোক দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বিজেপি নেতার এহেন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, 'যারা বিজেপি করেন না তারাই এইসব কথা বলতে পারে।'
আগামী কয়েকমাসের মধ্যেই বাংলায় বিধানসভা নির্বাচন। বছর শেষে বাংলায় এসে ২৬ এর লক্ষ্যে রোডম্যাপ এঁকে বঙ্গ বিজেপি নেতাদের ‘টাস্ক’ দিয়ে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা প্রমাণ করতে বলেও নির্দেশ। এর মধ্যেই বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্যের পরপর বিস্ফোরক ফেসবুক পোস্টে অস্বস্তিতে গেরুয়া শিবির। তাঁর পোস্টে লেখা, 'বাঁচতে চাই পশ্চিমবাংলায় বিজেপিকে চাই দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী বদল, তাই দাদা দাদা এবার তুমি বাই বাই।' শুধু ফেসবুক পোস্টে এই লিখে সীমাবদ্ধ থাকেননি জেলা বিজেপির সদস্য অভিজিৎ ভট্টাচার্য। তিনি আরও বলেন, "২০২৪ লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হয়েছিলেন। সেই যন্ত্রনা আমাদের মনের ভেতর রয়েছে। সেই জন্যই আমরা দিলীপ'দাকে দুর্গাপুর পশ্চিমের প্রার্থী চাইছি। উনি প্রার্থী হলে আমরা বিপুল ভোটে জয়লাভ করাবো।''
তবে সমাজমাধ্যমে করা পোস্ট কাউকে উদ্দেশ্য করে নয় বলেই জানিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ''ফেসবুক পোস্ট আমি কাউকে উদ্দেশ্য করে করিনি। আমি নিজের মনের কথা বলেছি।" তবে অভিজিৎ ভট্টাচার্যের পোস্ট যে বর্তমান বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করেই তা স্পষ্ট। ফলে এহেন পোস্টের পরেই পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, "যারা এসব কথা বলে তারা বিজেপি নয়। তারা তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে। যদি কারোর কোন অভিযোগ থাকে তাহলে ফেসবুক পোস্ট না করে উচ্চ নেতৃত্বকে জানান। উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন।"
বিজেপি নেতার এই পোস্ট ঘিরেই বিতর্ক।
এদিকে এই বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "ওনারা ঠিক কথাই বলছেন। কিন্তু এ বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না, কারণ ওটা ওদের অভ্যন্তরীণ বিষয়। তবুও আমি একটা কথাই বলতে চাই লক্ষণবাবু তো কিছুই কাজ করেননি পাঁচ বছরে। এমনি হেরে যাবে বিজেপি।"
