shono
Advertisement

Breaking News

পুুলিশ সেজে হাসপাতালে হানা, বনগাঁ থেকে গ্রেপ্তার নদিয়ার যুবক

রবিবার আদালতে তোলা হবে ধৃতকে। The post পুুলিশ সেজে হাসপাতালে হানা, বনগাঁ থেকে গ্রেপ্তার নদিয়ার যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:40 AM Sep 29, 2019Updated: 11:20 AM Sep 29, 2019

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এবার পুলিশের জালে ধরা পড়ল নকল পুলিশ। শনিবার রাতে বনগাঁ হাসপাতাল থেকে পুলিশের পোশাকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। জানা গিয়েছে, পুলিশের ছদ্মবেশে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে গিয়েই ধরা পড়ে ওই যুবক। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে।

Advertisement

[আরও পড়ুন: যুদ্ধজয়ের পর প্রতিষ্ঠিত, দেবীপক্ষে বাস্তবের ‘উমা’দের সম্মান পুরুলিয়া জেলা প্রশাসনের]

জানা গিয়েছে, শনিবার রাতে এক যুবক পুলিশের পোশাকে আচমকাই হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ে। নিজেকে রানাঘাট থানার পুলিশ বলে পরিচয় দেয় ওই যুবক। সেই সময় তাঁকে দেখে বনগাঁ থানার কয়েকজন পুলিশকর্মী আলাপ করতে যান। কথা বলতে গিয়েই সন্দেহ হয় ওই পুলিশ কর্মীদের। এরপরই তাঁরা রানাঘাট থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপরই প্রকাশ্যে আসে আসল তথ্য। জানা যায়, তার নাম সুমিত দাস। নদিয়ার গাংনাপুরের বিবেকানন্দপল্লীর বাসিন্দা সে। চাপে পড়ে সে জানায়, কয়েকদিন আগে বিড়াল কামড়িয়েছিল তাকে, কিন্তু ভ্যাকসিন পাচ্ছিল না কোথাও। তাই সহজে ভ্যাকসিন পেতেই পুলিশের ছদ্মবেশ নিয়েছিল সে। ভেবেছিল পুলিশের পোশাকে সহজেই প্রয়োজনীয় ওষুধ পেয়ে যাবে। ভাবতেও পারেনি পরিণতি এমনটা হতে পারে। 

সূত্রের খবর, ছোটোখাটো বিভিন্নকাজে গাংনাপুর থানায় অবাধ যাতায়াত ছিল ওই যুবকের। সেখান থেকে রপ্ত করেছে পুলিশি কায়দা। এরপর বুদ্ধি করে ব্যারাকপুর থেকে পুলিশের পোশাক সংগ্রহ করেছিল সে। বিভিন্ন সময়ে পুলিশের পোশাকের সুযোগে বিভিন্ন এলাকা থেকে তোলা আদায় করত ওই যুবক। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। কোনও অপরাধ চক্রের সঙ্গে ওই যুবকের যোগ রয়েছে কি না,  কে কে জড়িত তার সঙ্গে জড়িত তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করে করেছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। সূত্রের খবর, আজ আদালতে তোলা হবে অভিযুক্তকে।

[আরও পড়ুন: পুজোর বোনাসেই ক্যানসারের চিকিৎসা, আক্রান্ত ছাত্রীর পাশে একদল যুবক-যুবতী]

The post পুুলিশ সেজে হাসপাতালে হানা, বনগাঁ থেকে গ্রেপ্তার নদিয়ার যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার