shono
Advertisement
Operation Sindoor

ভারত-পাক যুদ্ধের আবহে সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট! গ্রেপ্তার যুবক

বহুবার কেন্দ্র ও রাজ্যের তরফে উসকানিমূবক পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছে।
Published By: Tiyasha SarkarPosted: 08:54 PM May 11, 2025Updated: 08:54 PM May 11, 2025

অর্ণব দাস, বারাসত: ভারত-পাক যুদ্ধের আবহে সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ। ধৃতের বাড়ি আমডাঙারন খেলিয়া গ্রামে।

Advertisement

পহেলগাঁওয়ের পালটা হিসেবে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তানের ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। মৃত্যু হয় কমপক্ষে ১০০ জঙ্গির। সেই থেকেই চলছিল অপারেশন সিঁদুর। পালটা বারবার আক্রমণের চেষ্টা করে শরিফের দেশ। কিন্তু ভারতীয় সেনা প্রতিবারই পাক সেনার আক্রমণের চেষ্টা ব্যর্থ করে। এদিকে প্রত্যাঘাতের ঝাঁজ বাড়াতে থাকে ভারত। চায়ের দোকান থেকে কর্পোরেট অফিসে–সর্বত্র যুদ্ধ পরিস্থিতি নিয়ে জোর আলোচনা শুরু হয়। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর আশঙ্কা অনেক বেশি। সেই কারণেই রাজ্য ও কেন্দ্রের তরফে যুদ্ধ পরিস্থিতি নিয়ে সোশাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে সকলকে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সতর্ক বার্তাকে গুরুত্ব না সম্প্রতি ধৃত যুবক ভারত-পাক অশান্তি নিয়ে বেশ কিছু পোস্ট করে বলে খবর। পাকিস্তানের বিভিন্ন সোশাল সাইট থেকে বেশ কিছু ছবি এবং ভিডিও সংগ্রহ করে নিজের ওয়ালে শেয়ার করে সে। বিষয়টি জানতে পেরে আটকানোর চেষ্টা করেন পরিচিত ও প্রতিবেশীরা। কিন্তু তাতে কর্ণপাত করেনি যুবক। বিষয়টি নজরে পড়তেই তৎপর হয় আমডাঙা থানার পুলিশ। শনিবার রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের মোবাইল পুলিশের কাছে জমা রয়েছে। রবিবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-পাক যুদ্ধের আবহে সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করার অভিযোগ!
  • স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল আমডাঙা থানার পুলিশ।
  • ধৃতের নাম হাফিজুল মণ্ডল ওরফে মন্টু। তার বাড়ি আমডাঙারন খেলিয়া গ্রামে।
Advertisement