স্টাফ রিপোর্টার: সচেতনতা প্রচারের পরেও বহু পুজো কমিটি আবেদন ছাড়াই বিদ্যুৎ সংযোগ নিয়ে উৎসবের আয়োজন করেছে। কেউ আবার যে পরিমাণ বিদ্যুতের চাহিদা আছে বলে আবেদন করেছিল তার চেয়েও বেশি ব্যবহার করছে। বেশ কিছু ক্ষেত্রে নিরাপত্তা বিধি মানা হয়নি। এইসব ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। ষষ্ঠীর আগে থেকেই অভিযানে নেমেছিল পর্ষদের বিশেষ টিম।
[পুজোর অনুমতি পাইয়ে দিয়েই উপার্জন! অভিনব পেশায় সংসার চালান এই বৃদ্ধ]
সপ্তমীর দিন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের তরফে জানানো হয়েছে, ৬,৭৬৪ পুজো মণ্ডপে অভিযান চালানো হয়েছিল। খতিয়ে দেখা হয়েছিল আবেদনপত্র। তাদের মধ্যে ২,৪৫৫ পুজো কমিটিকে জরিমানা করা হয়েছে। তার পরিমাণ ৫৫ লক্ষ ৮০ হাজার টাকা। ওই পুজো কমিটিগুলি ১২,৮৮৯ কেভিএ বিদ্যুৎ বেশি ব্যবহার করছিল। ১,৪৫০টি মোবাইল ভ্যান কাজে লাগানো হয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য। কোথাও কোনওরকম যান্ত্রিক ত্রুটি দেখলেই সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জরুরি পরিষেবার জন্য ৭৩৫টি মোবাইল ভ্যান কাজে লাগানো হয়েছে। মঙ্গলবার মহাসপ্তমীর দিন বিদ্যুৎতের চাহিদা ছিল ৫,১০০ মেগাওয়াট।
[ষষ্ঠীতেই সর্বকালের রেকর্ড ভেঙে সপ্তমীর দৌড়েও পাল্লা দিল মেট্রো]
The post বেআইনি বিদ্যুৎ সংযোগ, জরিমানা ২,৪৫৫টি পুজো কমিটিকে appeared first on Sangbad Pratidin.
