বাবুল হক, মালদহ: বাড়ি থেকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মালদহের বামনগোলার ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য। ওই বিজেপি কর্মীর শরীরে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের মদতে ওই বিজেপি কর্মীকে খুন করেছে তাঁর ছেলে। এই ঘটনার পর থেকে এলাকাছাড়া বিজেপি কর্মীর ছেলে। এদিকে, দেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
