shono
Advertisement

অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করবে রাজ্য

ভাষা বাঁচাতে রাজ্যের উদ্যোগ৷ The post অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করবে রাজ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 08:48 PM Oct 28, 2018Updated: 08:48 PM Oct 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাঁওতালি ভাষাকে বিশেষ মর্যাদা আগেই দিয়েছে রাজ্য সরকার৷ সাঁওতালি ভাষাকে বাঁচিয়ে রাখতে পঠন-পাঠন চালু থেকে মাধ্যমিকে অন্তর্ভুক্তি হয়েছে এই ভাষা৷ ভাষার বিকাশে পৃথক পরিষদও গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই মুখ্যমন্ত্রীর উদ্যোগেই সাঁওতালি ভাষার অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷ ইতিমধ্যে ওড়িশায় গিয়ে রঘুনাথ মুর্মুর বাড়িতে সেই সব বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে৷

Advertisement

[নিত্যযাত্রীদের জন্য সুখবর, দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোতে নতুন রেক]

২০০৩ সালের ২২ ডিসেম্বর সাঁওতালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়৷ সাঁওতালি ভাষা সংবিধানের অন্তর্ভুক্ত হওয়ার পরে সাঁওতালি ভাষা একাডেমি গঠিত হয়েছে। ভাষার বিকাশে অনুবাদ সাহিত্য, শিশু সাহিত্য, স্মৃতি পুরস্কার ইত্যাদি চালু হয়েছে৷ সাঁওতালি ভাষার প্রসারে অনুবাদ সাহিত্যের উপর আরও বেশি গুরুত্ব বাড়ানো হয়েছে রাজ্যের তরফে৷ আর তারই ফলস্বরূপ অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷

[বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, আগামী দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গে]

সাঁওতালি সাহিত্যের উজ্জ্বলমণি ছিলেন সাধু রামচাঁদ। আদিবাসী সমাজ সংস্কারক হিসেবেও প্রাতঃস্মরণীয় তিনি। ছয়ের দশকে অলচিকি লিপি তৈরি করেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। পরে অলচিকি লিপিকে মান্যতা দেয় বামফ্রন্ট সরকার৷ তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর এই ভাষাকে আরও গুরুত্ব বাড়ানো হয়৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি হয় পশ্চিমবঙ্গ সাঁওতালি একাডেমি৷

[জার্মানির সহায়তায় ঢেলে সাজছে রাজ্যের পরিবহণ]

The post অলচিকি হরফের স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর সমস্ত বই প্রকাশ করবে রাজ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement