shono
Advertisement
Murshidabad

সকাল থেকে নিখোঁজ, পরে হাসপাতালের শৌচালয়ে মিলল রোগীর ঝুলন্ত দেহ! মুর্শিদাবাদ মেডিক্যালে চাঞ্চল্য

রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
Published By: Suhrid DasPosted: 04:32 PM Mar 09, 2025Updated: 04:32 PM Mar 09, 2025

কল্যাণ চন্দ, বহরমপুর: সরকারি হাসপাতালের ভিতর থেকে মিলল এক রোগীর ঝুলন্ত মৃতদেহ। রবিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রোগীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 'খুন' নাকি 'আত্মহত্যা', সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির নাম সাফাতুল্লা শেখ(৫৫)। জানা গিয়েছে, ওই ব্যক্তি আগে 'আত্মহত্যা'র চেষ্টা করেছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে। ওই ব্যক্তি গত দু'দিন আগে বাড়িতে বিষ খেয়ে 'আত্মহত্যা'র চেষ্টা করেছিলেন। সেই কথা জানতে পেরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় গোকর্ণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই ওই ব্যক্তির চিকিৎসা চলছিল।

আজ রবিবার সকালে ওই হাসপাতালের বেডে সাফাতুল্লা শেখকে দেখতে পাওয়া যায়নি। এরপর জানা যায়, হাসপাতালের একটি শৌচালয় ভিতর থেকে বন্ধ রয়েছে। পরে সেই দরজা ভেঙে ভিতরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শৌচালয়ের জানলা থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের লোকের দাবি, সাফাতুল্লাকে বাঁচাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সেখানেই এই ঘটনা ঘটল! হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মীদের নজর এড়াল কীভাবে? রোগীদের নিরাপত্তা কোথায়? সেই প্রশ্ন তুলেছে পরিবার। বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সরকারি হাসপাতালের ভিতর থেকে মিলল এক রোগীর ঝুলন্ত মৃতদেহ।
  • রবিবার সকালে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের কান্দি থানার রামেশ্বরপুর গ্রামে।
Advertisement