shono
Advertisement

তিন বছরের ব্যবধানে ফের রাজ্যে সেরা বাম আমলে রুগণ হওয়া সমবায়

লোকসান সামলে ঘুরে দাঁড়িয়েছে পাত্রসায়ের থানার কো-অপারেটিভ। The post তিন বছরের ব্যবধানে ফের রাজ্যে সেরা বাম আমলে রুগণ হওয়া সমবায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Nov 18, 2018Updated: 05:02 PM Nov 18, 2018

দেবব্রত দাস, পাত্রসায়ের: ২০১৫-র পর ২০১৮। মাত্র তিন বছরের ব্যবধানে ফের রাজ্যের সেরা সমবায়ের শিরোপা পেল বাঁকুড়ার পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড।

Advertisement

একসময় লোকসানে চলছিল পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ দীর্ঘ পরিশ্রমের পর সেই ঘাটতি শুধু মেটেইনি, লাভের মুখও দেখেছে এই কো-অপারেটিভ। প্রায় রুগণ হয়ে পড়া এই কো-অপারেটিভ মাত্র তিন বছরের পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছে৷ তারই স্বীকৃতি হিসাবে রাজ্যের কো-অপারেটিভগুলির মধ্যে ২০১৫ সালে প্রথম স্থান পেয়েছিল পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ ২০১৫-র পর তিন বছরের ব্যবধানে পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি ফের রাজ্যের মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে৷

[শিলিগুড়িতে ফের উদ্ধার কয়েক কোটি টাকার সোনা]

তবে, এবার এককভাবে নয়, যুগ্মভাবে ঝালদা লার্জ সাইজড এগ্রিকালচারাল পিএমসিএস লিমিটেডের সঙ্গে শীর্ষে উঠে এসেছে পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ দ্বিতীয় হয়েছে বর্ধমান থানা কো-অপারেটিভ এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি লিমিটেড। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কোলসর বাগজোলা এল এস কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড। ৬৫তম সারা ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত সভায় বাঁকুড়ার এই কো-অপারেটিভকে পুরস্কৃত করা হবে।

[শেষ ইচ্ছে, পথশিশুদের নিয়ে মৃত স্ত্রীর জন্মদিন পালন করলেন স্বামী]

সমবায় দপ্তরের এক আধিকারিক জানান, সমবায়ে মূলধন, লাভ লোকসান, অডিট, বার্ষিক আয়-ব্যয়, খতিয়ে দেখে সেরাদের বেছে নেওয়া হয়৷ পাত্রসায়ের থানা কো-অপারেটিভের কাজকর্ম বিচার করেই এই পুরস্কার দেওয়া হয়েছে৷ দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে খুশি কো-অপারেটিভের সদস্য থেকে কর্মী, আধিকারিক সকলেই। লোকসানে চলা পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির এই ভোলবদলের নায়ক এলাকার সমবায় আন্দোলনের নেতা তথা দক্ষ প্রশাসক নবকুমার পাল।

পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির সভাপতি নবকুমার পাল বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পূর্বে এই মার্কেটিং সোসাইটিতে ক্ষমতাসীন ছিলেন সিপিএম নেতারা। তখন এই কো-অপারেটিভ লোকসানে চলছিল। ২০১০-১১ আর্থিক বছর এই সোসাইটির লোকসান ছিল ১১ লক্ষ ৫৫ হাজার টাকা। আমরা ক্ষমতায় আসার পর এই সোসাইটির ঘাটতি মিটিয়ে দিয়েছি৷ শুধু তাই নয়, কাজের নিরিখে স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে আমাদের এই কো-অপারেটিভ রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। বর্তমানে আমাদের এই সোসাইটি প্রতি বছর লাভের মুখ দেখছে। ২০১৭-১৮ আর্থিক বছরে ৫৭ লক্ষ টাকা লাভ হয়েছে। সকলের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে৷”

The post তিন বছরের ব্যবধানে ফের রাজ্যে সেরা বাম আমলে রুগণ হওয়া সমবায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement