shono
Advertisement

নজরবন্দির বিরোধিতায় হাই কোর্টে অনুব্রত, স্বমেজাজে ভোট দিতে হাজির বুথে

বোলপুর এবং বীরভূমে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির৷ The post নজরবন্দির বিরোধিতায় হাই কোর্টে অনুব্রত, স্বমেজাজে ভোট দিতে হাজির বুথে appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM Apr 29, 2019Updated: 12:59 PM Apr 29, 2019

দীপঙ্কর মণ্ডল, বীরভূম: নজরবন্দি থেকেও ভোটের ময়দানে স্বমহিমায় অনুব্রত মণ্ডল৷ নির্বাচন কমিশনের নজরদারি সত্ত্বেও কর্মীদের সঙ্গে বাইকে চড়ে ভোট দিতে যান তিনি৷ সোমবার বুথে ঢুকে ভোট দেন দাপুটে নেতা৷ বীরভূম ও বোলপুর আসনের বিভিন্ন বুথে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলেই দাবি তাঁর৷ নকুলদানার সাফল্যে খুশি দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ এদিকে, বিনা কারণেই নজরবন্দি করা হয়েছে তাঁকে, এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল৷ বিচারপতির নির্দেশ অনুযায়ী মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছেন নজরবন্দি নেতা৷ মামলা সময়মতো হলে, সোমবারই হতে পারে শুনানি৷

Advertisement

[ আরও পড়ুন:  বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ]

পাচন, নকুলদানার দাওয়াইয়ে ত্রস্ত গোটা বীরভূম৷ অনুব্রত মণ্ডলের বাক্যবাণে ভীত ভোটকর্মীরাও৷ অবাধ, শান্তিপূর্ণ ভোট চাইলে, দাপুটে নেতাকে নজরবন্দি করার দাবি করেছিলেন তাঁরা৷ নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছিলেন ভোটকর্মীরা৷ তার জেরে যদিও জেলা তৃণমূল সভাপতিকে নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় কমিশন৷ ভোটের দিন তাঁর বাড়ির সামনে চলছে ভিডিওগ্রাফি৷ মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ নজরবন্দি এড়িয়ে দলীয় কর্মীসমর্থকদের নিয়ে বাইকে চড়ে ভোট দিলেন অনুব্রত মণ্ডল৷

ততক্ষণে যদিও নানুরে বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়ে গিয়েছে৷ বিজেপি এবং তৃণমূল দু’পক্ষের সংঘর্ষে ইতিমধ্যেই বাড়ি ভাঙচুরও শুরু হয়ে গিয়েছে৷ জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন৷ তবে তা সত্ত্বেও নিজের লোকসভা কেন্দ্রে কোনও অশান্তি হচ্ছে তা মানতে নারাজ অনুব্রত মণ্ডল৷ পরিবর্তে বেশ শান্তিপূর্ণভাবেই বীরভূম, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে ভোট হচ্ছে বলেই দাবি জেলা তৃণমূল সভাপতির৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন অনুব্রত৷ তাঁর নকুলদানার দাওয়াই যে নির্বাচনী আবহে হিট, তা জানাতেও ভোলেননি অনুব্রত মণ্ডল৷

[ আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেমুয়ায় গ্রামবাসীদের বিক্ষোভ, লাঠিচার্জ পুলিশের]

ভোট দিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসেন অনুব্রত মণ্ডল৷ কমিশনের নিষেধাজ্ঞায় নিজের মোবাইল ব্যবহার করতে পারছেন না ঠিকই৷ তবে দলের অন্যান্য নেতাকর্মীদের ফোন থেকেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন তিনি৷ সুষ্ঠু, অবাধ ভোট করানোর জন্য দলের কর্মী-সমর্থকদের নির্দেশও দেন দাপুটে নেতা৷ 

দেখুন ভিডিও:

The post নজরবন্দির বিরোধিতায় হাই কোর্টে অনুব্রত, স্বমেজাজে ভোট দিতে হাজির বুথে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement