shono
Advertisement
Margram

নিজের বাড়িতে মজুত করা বোমার বিস্ফোরণেই উড়ল হাত, চাঞ্চল্য বীরভূমে

ঘুঁটের মধ্যে ওই বোমা ছিল বলে খবর।
Published By: Suhrid DasPosted: 06:39 PM Feb 25, 2025Updated: 07:01 PM Feb 25, 2025

নন্দন দত্ত, সিউড়ি: কুড়িয়ে পাওয়া বোমা নিজের বাড়িতে এনে রেখেছিলেন এক ব্যক্তি। সেই বোমা ফেটেই উড়ল হাত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামে। জখম ওই ব্যক্তির নাম রংলাল মাল। ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রামের বামদেবপুরে রংলাল মালের বাড়ি। তাঁর মাটির দোতলার কোঠাবাড়ির উপরের অংশে ঘুঁটে মজুত রাখা ছিল। আজ মঙ্গলবার দুপুরে তিনি ওই উপরের অংশ পরিষ্কার করছিলেন। সেখানে রাখা একটি বোমায় কোনওভাবে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায়। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন।

দোতলার ওই অংশে রক্তাক্ত ওই ব্যক্তিকে ছটফট করতে দেখা যায়। বোমা বিস্ফোরণে বাঁ হাতের কবজির অংশ উড়ে গিয়েছে বলে দেখা যায়। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি এখন চিকিঠধীন। বিস্ফোরণের তীব্রতায় ওই ঘরের মেঝের অংশে গর্ত তৈরি হয়েছে বলে খবর। মারগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু কীভাবে সেখানে মজুত হল বোমা?

আক্রান্ত ব্যক্তি জানিয়েছেন, গত পঞ্চায়েত নির্বাচনের সময় ওই এলাকায় তৃণমূল ও সিপিএমের মধ্যে বিবাদে বোমাবাজি হয়েছিল। তখন একটি না ফাটা বোমা তিনি কুড়িয়ে পেয়েছিলেন। সেটি তিনি নিয়ে গিয়ে বাড়ির ওই অংশে রেখে দেন। পরে সেই বোমার বিষয়টি ভুলেও যান। সেখানে তারপর ঘুঁটে মজুত করা হয়েছিল। এদিন ওই জায়গা পরিষ্কার করতে গিয়েই বিপত্তি।

জখম ব্যক্তি পেশায় কৃষক। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন। তবে কতটা তিনি সত্য বলছেন? সেটি খতিয়ে দেখছে পুলিশ। আর কোনও বোমা সেখানে মজুত আছে, কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুড়িয়ে পাওয়া বোমা নিজের বাড়িতে এনে রেখেছিলেন এক ব্যক্তি। সেই বোমা ফেটেই উড়ল হাত।
  • চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রামে। জখম ওই ব্যক্তির নাম রংলাল মাল।
  • ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement