ছাব্বিশের আগে বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার সিঙ্গুর (Singur) থেকে ৩টি অমৃত ভারত, কলকাতায় ইলেকট্রিক কেটামেরন, বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্থর স্থাপন-সহ ৮৩০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন বাংলাকে সবদিক থেকে উন্নত করাই লক্ষ্য তাঁদের। সকলের একটাই প্রশ্ন, ছাব্বিশে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে টাটা?
সকলের একটাই প্রশ্ন, ছাব্বিশে বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সিঙ্গুরে ফিরবে টাটা?
বাংলায় কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব বিরোধীরা। বারবার আলোচনায় উঠে আসে সিঙ্গুর-টাটা প্রসঙ্গ। টাটা বিদায়ের ১৮ বছর রবিবার সেই সিঙ্গুর থেকেই একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত। কলকাতা-বারাণসী, সাঁতরাগাছি-তাম্বরম ও হাওড়া-আনন্দবিহার। এছাড়া জয়রামবাটি-ময়নাপুর রেললাইনের উদ্বোধন করেন তিনি। তারপরই তিনি মনে করিয়ে দেন, এবার তাঁর কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়ে গেল বাংলা।
টাটা বিদায়ের ১৮ বছর রবিবার সেই সিঙ্গুর থেকেই একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত।
এদিন সরকারি মঞ্চ থেকে মোদি বলেন, "বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিক ভাবে কাজ করে চলেছে। আজ কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলাম।" এদিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদীকেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থান বাড়বে। যুব সমাজ নতুন দিশা পাবে। এদিন প্রধানমন্ত্রী বলেন, তিনি চান বাংলা মৎস্যকেন্দ্রিক এবং সামুদ্রিক খাদ্যের উৎপাদনে দেশকে নেতৃত্ব দিক।
প্রধানমন্ত্রী বলেন, তিনি চান বাংলা মৎস্যকেন্দ্রিক এবং সামুদ্রিক খাদ্যের উৎপাদনে দেশকে নেতৃত্ব দিক।
অর্থাৎ বাংলার উন্নতি ও কর্মসংস্থান যে লক্ষ্য, তা বারবার বুঝিয়ে দিয়েছেন মোদি। সরকারি অনুষ্ঠান শেষে সিঙ্গুরে রাজনৈতিক সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন বাংলায় শিল্প আসবে ঠিকই। তবে তৃণমূলের জমানায় তা সম্ভব নয় বলেই এদিন ফের মন্তব্য করলেন মোদি। বললেন, "তৃণমূলের দৌরাত্ম্য বন্ধ হলে, আইন শৃঙ্খলার উন্নতি হলে, মাফিয়াদের উপর নিয়ন্ত্রণ আনা গেলে তবেই বাংলায় বিনিয়োগ আসবে। এরজন্য তৃণমূলকে সরাতে হবে।" অর্থাৎ মঞ্চ থেকে মোদি বুঝিয়ে দিলেন, বিজেপি এলে তবেই বাংলায় শিল্প আসবে। তবে এদিন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে টাটাকে ফেরানো প্রসঙ্গে একটি শব্দও শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে।
