shono
Advertisement

‘আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির

ভোটারদের মন জয়ে বাংলায় ভোটপ্রার্থনা করলেন নরেন্দ্র মোদি৷ The post ‘আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:28 PM May 09, 2019Updated: 01:28 PM May 09, 2019

সুমিত বিশ্বাস ও টিটুন মল্লিক: ষষ্ঠ দফার আগে চরম দাবদাহের মধ্যেই বৃহস্পতিবার বাঁকুড়া এবং পুরুলিয়ার মাটিতে প্রচার করে গেলেন প্রধানমন্ত্রী৷ দু’টি সভাতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষকে হাতিয়ার করে তার জবাব দিলেন মোদি৷ বাঁকুড়ায় ছিল প্রথম সভা৷ সেখানকার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে পুরন্দরপুরে সভার আয়োজন করা হয়েছিল৷ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে এদিন কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি৷ এমন দিনে শান্তি আসুক বাংলার বুকে, এই বার্তা দিয়ে উপস্থিত সমর্থকদের মন জয় করে নেন৷

Advertisement

[আরও পড়ুন : পুরুলিয়ায় মোদির সভা শুরুর আগে তুমুল বিশৃঙ্খলা, ভিড় সামলাতে নাজেহাল পুলিশ]

তারপর রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেন নরেন্দ্র মোদি৷ ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানের পালটায় তাঁর অভিযোগ, বাংলার উন্নয়নে কেন্দ্রের দেওয়া সব টাকা তোলাবাজি আর সিন্ডিকেটের কবলে গিয়েছে৷ তৃণমূল সুপ্রিমোর প্রশ্রয়েই এখানে তোলাবাজির এমন বাড়বাড়ন্ত বলে অভিযোগ মোদির৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সভায় বার্তা দিয়েছিলেন, বিজেপি বিরোধী একেকটি ভোট মোদিকে একেকটি গণতন্ত্রের থাপ্পড়ের সমান৷ মঙ্গলবার তার জবাবে মোদি বলেন, ‘উনি বুঝতে পারছেন যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে৷ তাই হতাশা থেকে আমাকে থাপ্পড় মারার কথা বলছেন৷’ আর পুরুলিয়ার সভা থেকে মোদির সাফ বক্তব্য, ‘আপনাকে দিদি বলে শ্রদ্ধা করি, আপনার থাপ্পড়ও আমার কাছে আশীর্বাদের মতো৷ কিন্তু তোলাবাজ, দুর্নীতিবাজদের এই থাপ্পড় মারার সাহস দেখালে ভাল হতো৷’ অভিযোগ তুললেন, মমতার শাসনে বাংলার গণতন্ত্র ‘গুণ্ডাতন্ত্রে’ পরিণত হয়েছে৷ মোদির কথায়, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মেনে নিতে ওনার আপত্তি নেই৷ কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে উনি মানতে পারেন না৷’

[আরও পড়ুন : দৃষ্টিহীনদের জন্য ব্রেল ব্যালট, দমদম-বারাসতে হুইল চেয়ারের ব্যবস্থা কমিশনের]

পুরুলিয়ায় মোদির সভা শুরুর আগে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়৷ সেসব সামলে প্রায় কুড়ি মিনিট পর রায়বাঘিনী ময়দানে শুরু হয় প্রচারসভা৷ দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে সেখানকার সভা থেকে তাঁর হুঁশিয়ারি, ‘২৩ মে সংবিধান সব হিসেব বুঝে নেবে৷’ বক্তব্য শেষের আগে পুরুলিয়াবাসীর মন জয়ে তিনি বাংলাতেই বলেন, ‘একেকটা ভোট যেন পদ্মফুলে পড়ে৷ আপনারাই দিল্লিতে আরও এক মজবুত সরকার তৈরিতে ভূমিকা নেবেন৷ মানুষের জয় হবেই৷’ বিজেপি ফের ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বিতাড়িত করা হবে বলে এদিনও হুঁশিয়ারি দিয়েছেন মোদি৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পুরুলিয়ার মাটিতে বিজেপি নিজেদের সংগঠন বেশ কিছুটা শক্তিশালী করেছে৷ গত পঞ্চায়েত এবং বিধানসভা ভোটেও পুরুলিয়া জেলার বেশ কয়েকটি এলাকায় তৃণমূল শিবিরে ধস নামিয়ে ভাল ফল করেছিল বিজেপি৷ আর তার জোরেই পুরুলিয়ার আসনটি পেতে মরিয়া গেরুয়া শিবির৷ যদিও প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে অসন্তোষ আছে দলের একাংশে৷ তবে সেসব মিটিয়েই অমিত শাহদের পাখির চোখ, রাঢ়মাটির পুরুলিয়ার দখল নেওয়া৷ মঙ্গলবার নরেন্দ্র মোদি সেই লক্ষ্যভেদে আরও একধাপ এগিয়ে দিলেন জেলা নেতৃত্বকে৷

The post ‘আপনার থাপ্পড় আমার কাছে আশীর্বাদ’, পুরুলিয়া থেকে মমতাকে পালটা মোদির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement