shono
Advertisement

Breaking News

PM Modi on Beldanga Situation

'মহিলা সাংবাদিককে এভাবে মারল!', মালদহ থেকে তপ্ত বেলডাঙা নিয়ে তৃণমূলকে তোপ মোদির

পরিযায়ী শ্রমিকদের উপর ভিনরাজ্যে অত্যাচার ইস্যুতে গত ২ দিন ধরে হিংসায় জ্বলছে বেলডাঙা।
Published By: Sucheta SenguptaPosted: 03:39 PM Jan 17, 2026Updated: 05:35 PM Jan 17, 2026

ভোটমুখী বঙ্গে রেল প্রকল্পের উদ্বোধনে এসে ফের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁর অস্ত্র বেলডাঙার অশান্ত পরিস্থিতি। ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন, তাঁদের উপর অত্যাচারের প্রতিবাদে দিন দুই ধরে জ্বলছে বেলডাঙা। পরিস্থিতি অগ্নিগর্ভ। রাস্তা, রেল অবরোধ। খবর সংগ্রহ করতে গিয়ে কার্যত গণপ্রহারের শিকার হতে হয়েছে সাংবাদিক, চিত্রসাংবাদিকদের। তাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে মালদহ থেকে মহিলা সাংবাদিককে নিগ্রহের তুমুল নিন্দা করলেন মোদি। বললেন, "একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?'' 

Advertisement

বেলডাঙায় মহিলা সাংবাদিককে নিগ্রহের প্রসঙ্গে তুলে মোদি বললেন, "একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে?''

বেলডাঙার পরিস্থিতির সঙ্গে এদিন একই সারিতে মোদি বসালেন অনুপ্রবেশ ইস্যুকে। তাঁর কথায়, ‘‘মালদহ-মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।’’ 

মোদির কথায়, "যেসব দেশে টাকার অভাব নেই, সেসব উন্নত দেশও অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। এ দেশ থেকে কি বের করা হবে না? তৃণমূল তো এদের সাহায্য করছে। এরা কি আপনার ক্ষতি করছে না? বিজেপি এলে অনুপ্রবেশকারীদের তাড়াবে। বড় অ্যাকশন নেবে।'' এরপর ফের সরাসরি তৃণমূলকে নিশানা করে তাঁর মন্তব্য,  ''একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হল! তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। আপনাদের ভোটে বাংলায় বিজেপি আসবে, প্রতি কোণায় পদ্ম ফোটাতে হবে। ভাজপা কার্যকর্তাদের আমি বলতে চাই, তৃণমূলের তাণ্ডব শেষ হবে একদিন। রাজনীতিও শেষ হবে। আপনারা অত্যাচার থেকে  মুক্তি পাবেন।'' 

মোদির কথায়, "যেসব দেশে টাকার অভাব নেই, সেসব উন্নত দেশও অনুপ্রবেশকারীদের বের করে দিচ্ছে। এ দেশ থেকে কি বের করা হবে না? তৃণমূল তো এদের সাহায্য করছে। এরা কি আপনার ক্ষতি করছে না? বিজেপি এলে অনুপ্রবেশকারীদের তাড়াবে। বড় অ্যাকশন নেবে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement