shono
Advertisement

বাঁকুড়ায় ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেপ্তার শতাধিক

জেলাজুড়ে নাকা তল্লাশি পুলিশের। The post বাঁকুড়ায় ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেপ্তার শতাধিক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Mar 20, 2019Updated: 04:44 PM Mar 20, 2019

টিটুন মল্লিক ও দেবব্রত দাস:  লোকসভা ভোটের দিন ঘোষণার পর থেকেই একের পর এক বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি সর্তকতা নিয়েছে পুলিশ। তা সত্ত্বেও প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে। মঙ্গলবার রাতেও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[রোগীর সঙ্গে দুর্ব্যবহার, চিকিৎসকের চেম্বারে ভাঙচুর পরিজনদের]

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী বাঁকুড়া ও পার্শ্ববর্তী জেলার সীমান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছে বাঁকুড়া জেলা পুলিশ। নিয়মিত জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাতেও পুলিশের আধিকারিকেরা জেলার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চালান। অভিযোগ, সেই সময় হুগলি-বাঁকুড়া সীমান্তের আকুরগেড়িয়ায় চেকপোস্টে নাকা চেকিং চলাকালীন একটি বেসরকারি বাসে চলে তল্লাশি। সেখানে এক যাত্রীর আচরণ সন্দেহজনক বলে মনে হয় পুলিশকর্মীদের। তার ব্যাগ থেকে ১০টি বোমা উদ্ধার হয়। ব্যাগের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।  জানা গিয়েছে, ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী। বিষ্ণুপুরের বোলতলার বাসিন্দা সে। 

এর পাশাপাশি  এদিন বাঁকুড়ার শালতোড়ের মুড়ুল এলাকায়ও তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, সেখান থেকে প্রচুর পরিমান জিলেটিন স্টিক-সহ প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গোটা বাঁকুড়া জেলায় তল্লাশি চালিয়ে বিস্ফোরক সহ মোট ১১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বাঁকুড়ার পুলিশ সুপার জানিয়েছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই আমরা জেলায় এই অভিযান চালাচ্ছি।’ 

[বড়মার সই নকলের অভিযোগ, হাই কোর্টের নির্দেশে থানায় হাজিরা শান্তনু ঠাকুরের]

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নির্বাচনের সময় রাজ্যে অশান্তি তৈরির জন্যই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা হচ্ছিল। উল্লেখ্য, এর আগেও কয়েকদিনে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক।  

The post বাঁকুড়ায় ফের উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক, গ্রেপ্তার শতাধিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement