shono
Advertisement

মানবিকতার নজির, ট্রাকের চাকায় পিষ্ট খালাসিকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ

ঘণ্টার পর ঘণ্টা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও ফিরে তাকাননি কেউ। The post মানবিকতার নজির, ট্রাকের চাকায় পিষ্ট খালাসিকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:18 PM Jul 02, 2019Updated: 07:18 PM Jul 02, 2019

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পুলিশ কর্মীর মানবিকতায় প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। পায়ের উপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। নজরে পড়লেও প্রথমে দায় এড়িয়েছেন সকলেই। পরে রামনগর থানায় খবর যেতেই তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। মঙ্গলবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রামনগরের ফলতা বাণিজ্য কেন্দ্রে। 

Advertisement

[আরও পড়ুন: দূষণে মৃতপ্রায় নদী, জীবন বাঁচাতে পথ অবরোধ পুরুলিয়ার আমরুহাসাবাসীর]

অন্যান্য দিনের মতো সোমবার গভীর রাতেও ফলতা বাণিজ্যকেন্দ্রের ভিতরে ট্রাকে মালপত্র ওঠানো-নামানোর কাজ চলছিল। সেই সময় একটি ট্রাকের খালাসী চালককে জানিয়েই ট্রাকের নিচে ঘুমোতে যান। কিন্তু সেকথা বেমালুম ভুলে গিয়েছিলেন চালক। ফলে মঙ্গলবার মালপত্র ওঠানোর কাজ শেষ হতেই ট্রাক নিয়ে রওনা হন চালক। খালাসির পায়ের উপর দিয়ে চলে যায় ট্রাকটি। ব্যথায় আর্তনাদ করে ওঠেন ওই ব্যক্তি। কিন্তু তাঁর চিৎকার কারও কান অবধি পৌঁছায়নি। দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকেন ওই ব্যক্তি। এরপর খবর যায় ফলতা বাণিজ্য কেন্দ্রের শ্রমিক ইউনিয়নের নেতা ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েনের কাছে। তিনি খবর পাঠান রামনগর থানায়। রামনগরের আইসি তড়িঘড়ি থানায় কর্মরত পুলিশ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠান। তাঁরা গিয়ে খালাসীকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভরতি করেন। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই খালাসি।

চিকিৎসকরা জানিয়েছেন, “আহত ব্যক্তির শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। আরও কিছুক্ষণ ঘটনাস্থলে পড়ে থাকলে বড় কোনও বিপদ ঘটে যেত। তবে বর্তমানে অনেকটাই করে সুস্থ হচ্ছেন তিনি।” পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন ফলতা বাণিজ্য কেন্দ্রের আইএনটিটিইউসি নেতা অরুময় গায়েন। অভিযুক্ত চালককে অবিলম্বে গ্রেপ্তারেরও দাবিও জানিয়েছেন তিনি। বর্তমান সময়ে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার, সেই সময় পুলিশের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

[আরও পড়ুন: জেলায় জেলায় অব্যাহত কাটমানি বিক্ষোভ, পোস্টার পড়ল কাটোয়া ও রানাঘাটে]

The post মানবিকতার নজির, ট্রাকের চাকায় পিষ্ট খালাসিকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement