shono
Advertisement

অমিত শাহর সভামঞ্চের পাশে বোমাবাজি, তীব্র উত্তেজনা কোচবিহারে

অভিযোগের তির তৃণমূলের দিকে৷ The post অমিত শাহর সভামঞ্চের পাশে বোমাবাজি, তীব্র উত্তেজনা কোচবিহারে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:28 AM Dec 06, 2018Updated: 11:36 AM Dec 06, 2018

বিক্রম রায়, কোচবিহার: বিজেপির রথযাত্রা কর্মসূচির ঠিক ২৪ ঘণ্টা আগে উত্তেজনা ছড়াল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ঝিনাইডাঙা এলাকায়৷ বিজেপির অভিযোগ, সভা বানচাল করার লক্ষ্যে বুধবার রাতে একদল দুষ্কৃতী ঝিনাইডাঙার সভামঞ্চ লক্ষ্য করে বোমা ছোঁড়ে৷ ছিঁড়ে দেওয়া হয় পোস্টার, ব্যানার৷ এলাকায় বেশ কয়েকটি বোমা ছুঁড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ বিজেপির সভামঞ্চ লক্ষ্য করে এলাকায় বোমাবাজির ঘটনায় বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় পুলিশ৷ এলাকায় আতঙ্ক কাটাতে শুরু হয় পুলিশি টহল৷

Advertisement

[উঠল পারদ, সপ্তাহ শেষে দাপট দেখাতে পারে উত্তুরে হাওয়া]

বুধবার গভীর রাতে বোমাবাজির এই ঘটনার পিছনে শাসকদলের হাত রয়েছে বলে শূন্যে ঢিল ছুঁড়তে থাকেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা৷ তাঁদের অভিযোগ, এমন কোনও হামলা হতে পারে, এই আশঙ্কায় গত তিন রাত ধরে সভাস্থল পাহারা দিচ্ছিলেন বিজেপি কর্মীরা৷ কিন্তু, পালা করে রাত পাহারার কাজ চললেও বুধবার রাতে হঠাৎ কেন এই হামলা? এর পিছনে কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই মূল কারণ? প্রশ্ন তুলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ তাঁদের পালটা অভিযোগ, সভাকে কেন্দ্র করে অশান্তি হতে পারে, এই আশঙ্কায় পুলিশের তরফেও কোনও অনুমতি দেওয়া হয়নি৷ অনুমতি না থাকা সত্ত্বেও কীভাবে বিজেপির নেতা কর্মীরা সভার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিল, তা নিয়েও উঠছে প্রশ্ন৷

[চোলাই কারবারের রমরমা ঠেকাতে উন্নয়নই হাতিয়ার জেলা প্রশাসনের]

তবে, প্রশাসনের তরফে সভার অনুমতি দেওয়া না হলেও রথযাত্রা কর্মসূচি সফল করতে জেলাজুড়ে প্রচারে নেমেছে বিজেপি৷ পালটা প্রচার অভিযানে নেমেছে শাসক তৃণমূলও৷ কোচবিহারে অমিত শাহর সভাস্থল-সহ জেলার সর্বত্র ব্যানার ও পোস্টারে ছেয়ে দিয়েছে শাসকদল৷ কোচবিহারবাসীর ভাবাবেগও উসকে দেওয়া হয়েছে ব্যানার ও পোস্টারে৷ ফলে, সভা শুরুর আগে বোমাবাজি ও জেলাজুড়ে তৃণমূলের লাগাতার প্রচারে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব তা দলের সর্বভারতীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কথাতেই স্পষ্ট। তিনি জানিয়েছেন, ‘‘কোচবিহার রাজবাড়ির কুলদেবতা মদনমোহনের আশীর্বাদ নিয়েই রথযাত্রার সূচনা হবে৷’’ বুধবার অমিত শাহর সভাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি৷ যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত সভার প্রশাসনিক অনুমতি মেলেনি। ফলে, সভা আদৌ হবে কি না, তা নির্ভর করছে হাই কোর্টের শুনানির উপর৷  

ছবি: দেবাশিস বিশ্বাস

The post অমিত শাহর সভামঞ্চের পাশে বোমাবাজি, তীব্র উত্তেজনা কোচবিহারে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement