shono
Advertisement

ভোটগ্রহণের দু’দিন পরেও উত্তপ্ত কাঁকিনাড়া, নৈহাটি লোকালে বোমাবাজি দুষ্কৃতীদের

বোমা ও ইটের আঘাতে জখম ১৫ জন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সরব যাত্রীরা৷ The post ভোটগ্রহণের দু’দিন পরেও উত্তপ্ত কাঁকিনাড়া, নৈহাটি লোকালে বোমাবাজি দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:38 AM May 21, 2019Updated: 06:56 PM May 21, 2019

শুভময় মণ্ডল: দু’দিন আগে ভোটগ্রহণ প্রক্রিয়া মিটে যাওয়ার পরেও উত্তপ্ত কাঁকিনাড়া৷ স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমা ছুঁড়ল দুষ্কৃতীরা৷ ছোঁড়া হয় ইট৷ গুরুতর জখম ১৫ জন যাত্রী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও রেল পুলিশ আসেনি বলে যাত্রীদের অভিযোগ৷ এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ৷ বিভিন্ন জায়গায় এখনও চলছে বোমাবাজি৷ এক দলীয় সমর্থককে পুলিশ গ্রেপ্তার করায় এদিন সকাল থেকেই কাঁকিনাড়া স্টেশনে অবরোধ করে বিজেপি৷ ফলে চূড়ান্ত সমস্যার মুখে পড়েছেন যাত্রীরা৷ বিশেষ করে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ায় স্কুলে মার্কশিট আনতে যেতে অসুবিধার মুখে পড়তে হচ্ছে পড়ুয়াদের৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷

Advertisement

[ আরও পড়ুন: রাস্তা সম্প্রসারণের নামে পূর্ব বর্ধমানে নির্বিচারে বৃক্ষনিধন, ক্ষুব্ধ পরিবেশপ্রেমীরা ]

বিজেপির অভিযোগ, মঙ্গলবার সকালে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন তাঁদের ওই কর্মী৷ নির্বাচনের দিন হওয়া গণ্ডগোলের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না৷ কিন্তু বিনা কারণে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ সেই প্রতিবাদেই তাঁদের রেল অবরোধ বলে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, সোমবারের মতো মঙ্গলবার সকাল থেকেই স্টেশনে নিত্যযাত্রীদের ভিড় জমতে শুরু করে৷ ট্রেন না পাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের৷ জানা গিয়েছে, এদিন সকালে রেল লাইনের উপর দুটি বোমা পড়ারও শব্দ পান স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাঁকিনাড়া স্টেশন চত্বরে৷ এছাড়া গোটা এলাকাজুড়ে মুহূর্মুহূ বোমাবাজি চলছে বলে সূত্রের খবর৷ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী৷

[ আরও পড়ুন: আমতার জঙ্গলে দেখা মিলল রহস্যময় প্রাণীর, তুঙ্গে জল্পনা ]

ভাটপাড়া বিধানসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে কাঁকিনাড়া৷ সংঘর্ষের জেরে কাঁকিনাড়ার পানপুর মোড় ও জগদ্দলের বাসুদেবপুর মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিজেপি সমর্থকরা। এছাড়া স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে চালতা রোড সংলগ্ন ঘোষপাড়া রোড ও রেলপথ অবরোধ করেন। ঘটনাস্থলে ভাটপাড়া তদন্তকেন্দ্রের পুলিশ ও রেল পুলিশ উপস্থিত হয়। সকাল সাড়ে ন’টা নাগাদ পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধে তুলে নেন। উপ-নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দুই দলের বিরুদ্ধেই উঠেছে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। এলাকায় মোতায়েন হয় ব়্যাফ। এদিকে, এই ঘটনার জেরে সোমবার সন্ধেয় এলাকায় ১৪৪ ধারা জারি করে নির্বাচন কমিশন৷

ছবি: অমিত চক্রবর্তী

ভিডিও: আকাশনীল ভট্টাচার্য

The post ভোটগ্রহণের দু’দিন পরেও উত্তপ্ত কাঁকিনাড়া, নৈহাটি লোকালে বোমাবাজি দুষ্কৃতীদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement