শান্তনু কর, জলপাইগুড়ি: তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে ধূপগুড়ি উপনির্বাচনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। আগেই বলা হয়েছিল প্রার্থী নির্বাচনে চমক থাকবে। এমন একজনকে প্রার্থী করা হবে যিনি সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও সমাজে যাঁর আলাদা পরিচিতি থাকবে। আর সেই চমক দিয়েই শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করল বিজেপি।
পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ধূপগুড়ির জুরাপানি এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়। স্ত্রীর কোলে তখন সদ্যোজাত সন্তান। সেই ঘটনার চার বছর পর ভোটে লড়তে চলেছেন তাপসী। মঙ্গলবার রাতে ধূপগুড়ি উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়ের নাম ঘোষণা করে বিজপি। ৩২ বছর বয়সি তাপসী রায় বর্তমানে ধূপগুড়ি শরৎপল্লি এলাকায় থাকেন।
[আরও পড়ুন: ‘ছেলে পরোপকারী, সাহায্য করতে গিয়ে গ্রেপ্তার’, দাবি যাদবপুর কাণ্ডে ধৃত আসিফের বাবা-মায়ের]
রাজনীতিতে সক্রিয় না হওয়া সত্ত্বেও তাঁকেই বেছে নেওয়া হয়েছে প্রার্থী হিসেবে। বিজেপি বিধায়কের মৃত্যুতেই এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তাই সেই নির্বাচনে এই বিজেপি প্রার্থীর নাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। তাপসী জানান, এলাকার উন্নয়ন করতে চান। সাধারণ মানুষকে পরিষেবা দিতে চান। নাম ঘোষণা হওয়ার পর তাপসী বলেন, “আমি হাসপাতালের উন্নয়ন করতে চাই। মা-বোনেদের জন্য কিছু করতে চাই। আমি চাই সবাই যেন আমার পাশে থাকেন। আমাকে আশীর্বাদ করেন।” এদিকে, প্রার্থীর নাম ঘোষণা হতেই দলীয় কোন্দল আরও জোরাল হয়েছে।
