রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিখোঁজ থাকার ৪ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর দেহ। খুনের অভিযোগে উত্তাল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়নার সুদামপুর। পরিবার ও স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, খুন করা হয়েছে যুবককে। কিন্তু কেন? নেপথ্য রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুব্রত অধিকারী। বয়স ৩৩ বছর। পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ময়না থানার ময়না ব্লকের সুদামপুরের বাসিন্দা তিনি। জানা গিয়েছে, গত রবিবার সন্ধ্যায় বলাইপন্ডা এলাকায় হনুমান পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখার নাম করে বেরিয়েছিলেন তিনি। তারপর আর ফেরেননি। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ করলেও তাঁর হদিশ মেলেনি। বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
মৃত যুবকের মা কাজল দেবীর অভিযোগ, তাঁর ছেলেকে কেউ বা কারা খুন করেছে। স্থানীয় বিজেপির পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে। ময়নার বিজেপি নেতা সুজিত বেরা বলেন, “সুব্রত আমাদের সক্রিয় কর্মী ছিল। চারদিন ধরে জলে দেহ থাকলে তাতে পচন ধরার কথা, কিন্তু দেহটি দেখে তেমন মনে হচ্ছে না। ওর মোবাইল ফোনটাই বা কোথায় গেল? এর আগে ওকে অপহরণ করে মহিষাদলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছিল। ভোটের মুখে আমাদের কোণঠাসা করতেই তৃণমূল চক্রান্ত করছে। পুলিশ সব দেখেও নিষ্ক্রিয়।" যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তবে খুন না কি অন্যকিছু তা জানতে তদন্ত শুরু করেছে ময়না থানার পুলিশ।
