shono
Advertisement
Durga puja

দুর্গাপুজোর থিমে জগন্নাথ ধাম! হুগলির মণ্ডপে থাকবে জগন্নাথ-বলরাম-সুভদ্রার নিমকাঠের বিগ্রহ

এই পুজো বরাবরই জেলার অন্যতম সেরা পুজোর দাবিদার।
Published By: Paramita PaulPosted: 08:33 PM May 14, 2025Updated: 10:25 AM May 15, 2025

সুমন করাতি, হুগলি: এবারের দুর্গাপুজোয়ও জগন্নাথ ধামের ছোঁয়া! পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে তৈরি হবে মণ্ডপ। সেখানে থাকবে নিম কাঠ দিয়ে নির্মিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এই ভাবনাতেই ৬৯তম বর্ষে চমক দিতে চলেছে হুগলির কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো।

Advertisement

 

 

বরাবরের মতোই নতুন ভাবনায় দর্শনার্থীদের চমকে দিতে চলেছে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারের থিম 'পুরীর জগন্নাথ ধাম'। জগন্নাথ ধামের অনুকরণে এবার মণ্ডপ তৈরি করবে তারা। মূল উদ্যোক্তা ও উপদেষ্টা ইন্দ্রজিৎ দত্ত জানান, “আমাদের এবারের পুজোর ভাবনা জগন্নাথ ধাম। মণ্ডপে বিরাজ করবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। যাঁদের বিগ্রহ সম্পূর্ণরূপে নিম কাঠ দিয়ে তৈরি করা হবে। আজ, বুধবার শুভ দিনেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সেই নিম কাঠের পুজো অনুষ্ঠিত হল, যা দিয়ে প্রভুর বিগ্রহ গঠিত হবে।”

 

 

এই পুজো বরাবরই জেলার অন্যতম সেরা পুজোর দাবিদার। বিগত বছরগুলিতে মুখ্যমন্ত্রী একাধিকবার ভারচুয়ালি এই মণ্ডপের উদ্বোধন করেছেন। এ বছরও দর্শনার্থীদের মন জয় করার জন্য থাকছে এক বিশেষ মণ্ডপ সজ্জা এবং চমকপ্রদ উপস্থাপনা। ইন্দ্রজিৎ দত্ত আরও জানান, “তৃতীয়া তিথি থেকেই আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এবারের থিম ও মণ্ডপসজ্জা এমনভাবে গড়া হয়েছে, যা শুধু জেলার নয়, আশপাশের জেলার দর্শনার্থীদেরও মুগ্ধ করবে।” সবমিলিয়ে এবারের কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব হয়ে উঠতে চলেছে এক অনন্য ঐতিহ্যের অংশ, যেখানে ধর্ম, সংস্কৃতি এবং শিল্প একসঙ্গে মেলবন্ধন ঘটাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবারের দুর্গাপুজোয়ও জগন্নাথ ধামের ছোঁয়া!
  • পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে তৈরি হবে মণ্ডপ।
  • সেখানে থাকবে নিম কাঠ দিয়ে নির্মিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ।
Advertisement