টিটুন মল্লিক, বাঁকুড়া: স্মার্টফোন থাকলেই এখন কেল্লাফতে! লাইনের ঝক্কি ছাড়াই সরকারি হাসপাতালে দেখাতে পারবেন ডাক্তার। তার জন্য শুধু স্ক্যান করতে হবে কিউ আর কোড। স্ক্যান করে তথ্য দিলেই মিলবে আউটডোরের টিকিট।
রাজ্যের অন্যান্য জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের মতো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে এই পদ্ধতি টিকিট দেওয়া শুরু করার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি, আউটডোরে ডাক্তার দেখানোর জন্য কাউন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে রোগীদের টিকিট কাটতে হয়। এরফলে বিভিন্ন হাসপাতালেই দীর্ঘ লাইন পড়ে। তাই রোগীদের হয়রানি হয়। সেই হয়রানি কমাতেই নয়া উদ্যোগ। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের নির্দেশমতো খুব শীঘ্রই মেডিক্যাল চত্বরের চারটি জায়গায় কিউ আর কোড বসানো হবে। এরফলে রোগীদের অনেকটাই সুবিধা হবে। তবে, এখন অনলাইনে টিকিট কেটেও অনেক রোগী আউটডোরে আসছেন। রোগীদের সুবিধায় আমরা কয়েকটি বিভাগে ই-প্রেসক্রিপশন পদ্ধতিও চালু করেছি।”
[আরও পড়ুন: উপনির্বাচনের আগে ধূপগুড়িতে ‘বহিরাগত’! আটক ৬ অসমিয়া, উদ্ধার বিপুল নগদ]
সাধারণত জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে দূর-দূরান্ত থেকে রোগীরা যান। সকাল থেকেই রোগীরা আউটডোরের টিকিট কাটতে লাইনে দাঁড়ান। কোথাও কোথাও একসঙ্গে একাধিক টিকিট কাউন্টার চালু রেখেও হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ক্ষেত্রেও প্রায়শই এমন ঘটনা দেখা যায়। বাঁকুড়া মেডিক্যালে প্রতিদিন গড়ে নানা বিভাগে প্রায় হাজার খানেক রোগী আউটডোরে ডাক্তার দেখানোর জন্য আসেন। স্বাস্থ্যদপ্তরের কর্তাদের দাবি, পাইলট প্রজেক্ট হিসেবে কিছু হাসপাতালে এই পদ্ধতি চালু হয়েছে। সফলতা এসেছে বলেই রাজ্যের সব জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তা চালু হচ্ছে।
কিউ আর কোড স্ক্যান করে কীভাবে কাটতে হবে টিকিট? স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের দেওয়ালে ওই কিউ আর কোড সাঁটানো থাকবে। অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে প্রথমে ওই কিউ আর কোড স্ক্যান করতে হবে। তারপর রোগীকে দ্রুত আউটডোর (ওপিডি) রেজিস্ট্রেশনের জন্য কয়েকটি তথ্য দিতে হবে। রোগীর নাম, লিঙ্গ, মোবাইল নম্বর, জন্মের বছর, আধার নম্বর, দেশ, রাজ্য এবং ওপিডির নাম। এইসব তথ্য দিয়ে রোগীকে তা ইউজার সেভ বোতামে ক্লিক করতে হবে। তারপর একটি টোকেন নম্বর স্ক্রিনে আসবে। এসএমএসের মাধ্যমেও ওই টোকেন নম্বর আসবে। রোগী নির্দিষ্ট কাউন্টারে গেলেই মিলবে ওপিডি টিকিট। কিন্তু যাঁদের অ্যান্ড্রয়েড মোবাইল নেই, তাঁরা অফলাইনে কাউন্টারে গিয়েও টিকিট সংগ্রহ করার সুযোগ পাবেন।
