shono
Advertisement

Breaking News

ফাঁস রুখতে নয়া উদ্যোগ সংসদের, আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর

পরীক্ষায় স্বচ্ছতা আনতে নজিরবিহীন সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের৷ The post ফাঁস রুখতে নয়া উদ্যোগ সংসদের, আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর appeared first on Sangbad Pratidin.
Posted: 12:55 PM May 27, 2019Updated: 05:13 PM May 27, 2019

দীপঙ্কর মণ্ডল: প্রত্যেক দিন পরীক্ষার আধঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কাণ্ডে কলঙ্কিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা৷ তা থেকে শিক্ষা নিয়েই আঁটসাঁট নিরাপত্তাবলয়ের মধ্যে নির্বিঘ্নেই হয়েছে এবারের উচ্চমাধ্যমিক৷ ফলাফলও প্রকাশিত৷ আর তাতে রীতিমত রেকর্ড গড়ে প্রথম দশের মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৩৭ জন ছাত্রছাত্রী৷ তাতে অত্যন্ত খুশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তবে পরীক্ষায় আরও স্বচ্ছতা আনতে  এবার আমূল বদলের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ৷

Advertisement

[আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ইতিহাস গড়ে প্রথম দশে রেকর্ড সংখ্যক কৃতী ]

আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে প্রশ্ন এবং উত্তর একটি খাতাতেই থাকবে৷ যাতে পরীক্ষা শুরুর পর কোনওভাবে যাতে না প্রশ্ন ফাঁস হয়, তা রুখতেই এই সিদ্ধান্ত৷ সোমবার ফলপ্রকাশের পর আলাদা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উচ্চশিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাস৷ আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন তিনি৷  

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এই নিয়ম থাকে৷ প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখে জমা দিতে হয়৷ সেক্ষেত্রে অবশ্য বেশিরভাগই মাল্টিপল চয়েজ ধরনের প্রশ্ন থাকে৷ বিস্তৃতভাবে কোনও উত্তর লেখার দরকার হয় না৷ ইদানিং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ধরনে বদল এসেছে৷ ব্যাখ্যা, বিশ্লেষণমূলক লেখালেখির বদলে সংক্ষিপ্ত উত্তরের দিকে বেশি নজর দেওয়া হয়েছে৷ তার ফলে একটি পত্রেই প্রশ্ন ও উত্তর লেখার ব্যবস্থা করলে তা বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়৷ আর এই পদ্ধতিতে স্বচ্ছতাও বজায় থাকে৷

[আরও পড়ুন: মাছ বাজারে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান, বিপদ বাড়াল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ]

এবছর মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি উচ্চমাধ্যমিকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল৷ তা নিয়ে জটিলতার জেরেই এবার এক প্রশ্নোত্তর পত্রের ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে এই পদ্ধতিতে কতটা কারচুপি রোখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷

The post ফাঁস রুখতে নয়া উদ্যোগ সংসদের, আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement