সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাংসারিক অশান্তির জের! মাথায় ভারী বস্তুর আঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্ত স্বামী।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম রীতা পাঠক। বয়স ৩৫ বছর। রবিবার দুপুর তিনটে নাগাদ রায়দিঘি থানায় খবর যায় কাশিনগরের তেলিপুকুর এলাকায় একটি বাড়িতে এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘর থেকে রীতা পাঠকের রক্তাক্ত দেহ উদ্ধার করেন তদন্তকারীরা। প্রতিবেশীরা জানান, ওই দম্পতি কাশিনগরের বাড়িটিতে ভাড়া থাকতেন। মৃতার স্বামী অপূর্ব পাঠক পেশায় লরি চালক। ওই দম্পতির মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবার চিৎকার শুনে ছুটে গিয়ে স্থানীয়রা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রীতার দেহ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দাম্পত্য কলহের জেরেই রীতাদেবীকে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেন তাঁর স্বামী অপূর্ব পাঠক। কোনও অভিযোগ এখনও পর্যন্ত দায়ের না হওয়ায় পুলিশ প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু করেছে তদন্ত। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের না হলে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশই খুনের মামলা রুজু করে তদন্ত চালাবে।
