স্টাফ রিপোর্টার: এক নিম্নচাপ বিদায় নিয়েছে দু’দিন আগে। তার রেশ কাটতে না কাটতেই নতুন দুর্যোগের ভ্রুকুটি বাংলার আকাশে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ফের দানা বাঁধতে চলেছে নিম্নচাপ। যার জেরে বিদায়বেলায় বর্ষা ফের সক্রিয় হয়ে উঠতে পারে। ফলে শীতের আমেজ পেতে বেশ কয়েকদিন বিলম্ব হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মোটামুটি কালীপুজোর সময় থেকে বঙ্গে শীতের আমেজ টের পাওয়া যায়। কিন্তু পরিস্থিতি যা, তাতে শীতের হাজিরা নিয়েও ধন্দ রয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার জানান, আগামীকাল অর্থাৎ রবিবার নিম্নচাপ হতে পারে। তবে নিম্নচাপের প্রভাব রাজ্যের উপর পড়বে কি না, সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
[বোধনেই বিসর্জন, একদিনের দুর্গাপুজোয় অকাল উৎসব]
এমনিতেই দক্ষিণবঙ্গের বাতাস এখন জলীয় বাষ্পে ভরপুর। সঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরে ঘোরাফেরা করছে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিনও বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বর্জ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাতের তাপমাত্রাও ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। আবহাওয়াবিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষা বিদায় না নেওয়ায় কয়েকদিন ধরে দক্ষিণ-পশ্চিমি ও পশ্চিমি বাতাস বইছে। যার জেরে রাজ্যে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, যা কিনা স্থলভূমির শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে মিশে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার করে বৃষ্টি নামাচ্ছে। তাই রবিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস।
[ধানজমিতে বিকট শব্দে ফুটছে জল, তোলপাড় পটাশপুর]
আবহাওয়া বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ, ঠিকঠাক চললে এতদিনে বর্ষার বিদায়ঘণ্টা বেজে যেত। কিন্তু বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ নতুন করে বাগড়া দিতে পারে। যার জেরে বিদায়বেলায় ফের সক্রিয় হয়ে উঠতে পারে বর্ষা৷ বাতাসে জলীয় বাষ্পর আধিক্য না কমলে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করবে না। সবমিলিয়ে শীত আসতে এখনও যে কিছুটা দেরি আছে, সেটাই জানিয়ে রাখলেন আবহাওয়াবিদরা৷
