shono
Advertisement

রাখিতেও স্লোগানের লড়াই, জয় শ্রীরাম-জয় বাংলায় মেতেছে বর্ধমান

দেদার বিকোচ্ছে 'জয় হিন্দ' লেখা রাখিও। The post রাখিতেও স্লোগানের লড়াই, জয় শ্রীরাম-জয় বাংলায় মেতেছে বর্ধমান appeared first on Sangbad Pratidin.
Posted: 09:08 PM Aug 07, 2019Updated: 11:36 AM Aug 08, 2019

সৌরভ মাজি, বর্ধমান:  রাজ্যজুড়ে রাজনীতির মঞ্চে এখন জোর লড়াই ‘জয় শ্রীরাম’ বনাম ‘জয় হিন্দ’-‘জয় বাংলা’ স্লোগানের। এবার সেই লড়াইয়ের আঁচ বাণিজ্যেও। রাখি উৎসবে এবার বাজারে ছেয়ে গিয়েছে জয় হিন্দ-জয় বাংলা রাখি। সমানে টক্কর দিচ্ছে ‘জয় শ্রীরাম’ রাখিও। কালনা থেকে কুলটি, কেতুগ্রাম থেকে বর্ধমান, রাখির বাজারেও রাজনীতির সেই লড়াইয়ের ছায়া পড়েছে। দুই ধরণের রাখিরই নাকি দেদার চাহিদা। এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। দাম চড়া হলেও কার্পণ্য করছেন না ক্রেতারা। হিন্দ-বাংলা হোক বা শ্রীরাম, রাজনৈতিক লড়াইয়ের জেরে জয় হচ্ছে রাখি শিল্পের।

Advertisement

গত বছর পর্যন্তও রাখির বাজারে লড়াইটা ছিল মোদি বনাম মমতার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া রাখি বাজার মাত করেছিল। তৃণমূল বনাম বিজেপির রাজনৈতিক লড়াইয়ের মুখ ছিলেন ওই দুই নেতা-নেত্রী। তার প্রভাবে গতবারও রাখির বাজারে মোদি ও মমতার মুখের ছবি দেওয়া রাখিরও কদর ছিল। তবে এবার সেখানে একটু হলেও ভাটার টান। বাজারে তা মিললেও সংখ্যায় কম, এমনটাই জানাচ্ছেন বর্ধমান শহরের রাখি ব্যবসায়ীরা। সেই জায়গায় টক্কর হচ্ছে ‘জয় শ্রীরাম’ রাখি ও ‘জয় হিন্দ’-‘জয় বাংলা’ রাখির। রাজনীতির ময়দানে গত লোকসভা ভোটের পর থেকেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি ও ‘জয় হিন্দ’-‘জয় বাংলা’ ধ্বনি দুই দলের যেন রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে। তাঁর আঁচ পড়েছে এবারের রাখির বাজারে।

বর্ধমান শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গিয়েছে অন্যান্য রাখির সঙ্গে রাজনীতির ছোঁয়া লাগা রাখিরই কদর যেন বেশি। শহরের তেঁতুলতলা বাজারের রাখি ব্যবসায়ী মনোহর গুপ্ত বলেন, “আমরা দোকানে ‘জয় শ্রীরাম’ রাখির চাহিদাই সব থেকে বেশি। প্রথম লটে যা রাখি তুলেছিলাম সব শেষ। দ্বিতীয়বার  ফের রাখি তুলতে হয়েছে আমাকে। ছোট ছোট স্ফটিক পাথরে ‘জয় শ্রীরাম’ লেখা রাখির চাহিদাই বেশি। ৬০ থেকে ৯০ টাকা দাম বিভিন্ন মাপের এই রাখির। অন্য রাখির তুলনায় দাম বেশি হলেও চাহিদা কমেনি।”

The post রাখিতেও স্লোগানের লড়াই, জয় শ্রীরাম-জয় বাংলায় মেতেছে বর্ধমান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement