shono
Advertisement

ঘুমন্ত শিশুকে পিষল বেপরোয়া লরি, রামপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ The post ঘুমন্ত শিশুকে পিষল বেপরোয়া লরি, রামপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:21 AM Sep 17, 2019Updated: 10:21 AM Sep 17, 2019

নন্দন দত্ত, রামপুরহাট: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে বাড়িতে ঢুকে গেল ইট বোঝাই লরি৷ ঘুমন্ত অবস্থায় চাকার পিষে মৃত্যু হল দীপ দাস নামে একটি চার মাসের শিশুর৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত বীরভূমের রামপুরহাট৷ লরির চালক ও খালাসি-সহ মোট তিনজনকে পাকড়াও করেন গ্রামবাসীরা৷ তাদের বেঁধে রেখে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তাঁরা৷ ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী৷ তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Advertisement

[ আরও পড়ুন: তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে হাতছাড়া আর্থিক বরাদ্দ, থমকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কাজকর্ম ]

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ভোর সাড়ে ছটা নাগাদ মুর্শিদাবাদের দিক থেকে আসছিল ঘাতক ইট বোঝাই লরিটি৷ রামপুরহাটের চামড়াগুদাম মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি৷ এবং রাস্তার ধারের চারটি মাটির বাড়িতে গিয়ে ধাক্কা মারে৷ ওই সময় একটি বাড়িতে ঘুমন্ত অবস্থার ছিল চার মাসের দীপ দাস ও আরও তিনজন৷ লরিটি বাড়িতে ধাক্কা মারলে, ঘুমন্ত অবস্থাতেই সেটার চাকায় পিষ্ট হয় চার মাসের শিশুটি৷ বাকিরা গুরুতর জখম হয়৷ সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় রামপুরহাট হাসপাতালে৷ এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছে তারা৷ হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকের অবস্থা বেশ গুরুতর৷

[ আরও পড়ুন: বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে, দাবি শোভনদেবের ]

এই ঘটনার পরেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা৷ রামপুরহাট-পারুলিয়া মোড় অবরোধ করে উত্তেজিত জনতা৷ চালক-সহ মোট তিনজনকে পাকড়াও করেন গ্রামবাসীরা৷ লাইট পোস্টের সঙ্গে বেঁধে প্রথমে পেটান হয় তাদের৷ এরপর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন ক্ষুব্ধ জনতা৷ ঘটনার খবর পেয়েই সেখানে আসে রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী৷ তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু পুলিশকে দেখে বিক্ষোভের তেজ আরও বাড়িয়ে দেন গ্রামবাসীরা৷ এরপর রামপুরহাট থানার আইসি সন্দীপন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ঘটনাস্থলে আসে আরও পুলিশ বাহিনী৷ প্রশাসনের তরফে সাহায্য বা ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তোলেন গ্রামবাসীরা৷ যদিও এলাকার পরিস্থিতি আরও এখনও থমথমে রয়েছে৷

The post ঘুমন্ত শিশুকে পিষল বেপরোয়া লরি, রামপুরহাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার