shono
Advertisement

তৃণমূল নেতার বাড়ির কাছেই উদ্ধার লক্ষাধিক মূল্যের বাতিল নোট, চাঞ্চল্য বাগনানে

বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শাসকদলের নেতার৷ The post তৃণমূল নেতার বাড়ির কাছেই উদ্ধার লক্ষাধিক মূল্যের বাতিল নোট, চাঞ্চল্য বাগনানে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM Sep 23, 2019Updated: 06:54 PM Sep 23, 2019

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: রাস্তায় ছড়ানো বিপুল পরিমাণে পাঁচশো ও হাজার টাকার বাতিল নোট৷ যাঁর বর্তমান বাজার মূল্য এক লক্ষের বেশি৷ এবং যাদের মধ্যে বেশ কয়েকটি পোড়া৷ এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা ছড়াল বাগনান থানা অন্তর্গত বেড়াবেড়িয়া গ্রামে৷ ঘটনাচক্রে যেখান থেকে এই নোট উদ্ধার হয়েছে তার অদূরেই রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা তথা বাগনান-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি নয়ন হালদারের বাড়ি। যিনি আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন।

Advertisement

[ আরও পড়ুন: ফের অশান্ত শিক্ষাঙ্গন, ছাত্র সংসদ দখল ঘিরে গুলি-বোমায় রণক্ষেত্র নদিয়ার কলেজ ]

জানা গিয়েছে, নিমেষের মধ্যে এই খবর লোকমুখে সমগ্র বাগনানে ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিও। ঘটনায় তৃণমূলের সমালোচনা করেছেন বিজেপির হাওড়া গ্রামীণের জেলা সভাপতি অনুপম মল্লিক৷ তিনি বলেন, ‘‘নোটবন্দির পরেও বাগনানের কিছু তৃণমূল কংগ্রেস নেতার কাছে কালো টাকা রয়ে গিয়েছে৷ আগেই এই অভিযোগ করেছিলাম। সোমবার তৃণমূল নেতা নয়ন হালদারের বাড়ির কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকার বাতিল নোট উদ্ধার হওয়ায়, সেই অভিযোগ সত্যি বলে প্রমাণিত হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘নয়নবাবু এক সময় পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি সহ-সভাপতি। তাই এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না।’’

[ আরও পড়ুন: প্রশাসনের সচেতনতা প্রচারই সার, জোড়া পথ দুর্ঘটনায় মালবাজারে জখম চার ]

সূত্রের খবর, রাস্তা থেকে পাওয়া ওই নোটে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বাগনান শাখার ছাপ মারা রয়েছে। এটি স্থানীয় কোনও মানুষেরই কাজ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করেছে বিজেপি। উলটো দিকে এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন নয়নবাবু৷ তিনি বলেন, ‘‘বিজেপিতে যোগ দেওয়ার জন্য বহু প্রলোভন দেখিয়েছে গেরুয়া শিবির। কিন্তু সেই প্রলোভনে পা দিইনি। তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেলেও আমি বিজেপিতে যাব না। চাইলে এই নোট উদ্ধারের ঘটনার সত্য উদঘাটনের স্বার্থে সিবিআই অথবা ইডিকে দিয়েও তদন্ত করাতে পারে বিজেপি।’’ পুলিশ সূত্রে খবর, রাস্তায় পড়ে থাকা কয়েক লক্ষ টাকার বাতিল নোট উদ্ধারের তদন্ত শুরু হয়েছে৷

The post তৃণমূল নেতার বাড়ির কাছেই উদ্ধার লক্ষাধিক মূল্যের বাতিল নোট, চাঞ্চল্য বাগনানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার