shono
Advertisement

পেট্রাপোল সীমান্তে ধৃত রোহিঙ্গা অনুপ্রবেশকারী

উদ্ধার জাল ভারতীয় পাসপোর্ট।
Posted: 06:13 PM Nov 10, 2018Updated: 06:18 PM Dec 15, 2018

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: জাল ভারতীয় পাসপোর্ট-সহ পেট্রাপোল সীমান্তে ধৃত এক রোহিঙ্গা। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে অভিবাসন দপ্তর। আধিকারিকরা জানিয়েছেন, বাংলাদেশে প্রবেশ করার ছক ছিল ধৃতের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক মায়ানমারের আরাকান প্রদেশের বাসিন্দা। ২০০৯ সালে বাংলাদেশ হয়ে চোরা পথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে ধৃত যুবক। তারপর অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদের রোয়া কলোনিতে অস্থায়ী ঠিকানায় বসবাস শুরু করে সে। সেখানে এক দালাল মারফত জাল ভোটার ও আধার কার্ড তৈরি করে খুব সহজেই ভারতীয় পাসপোর্ট জোগাড় করে ওই অনুপ্রবেশকারী। ওই পাসপোর্ট ব্যবহার করেই কয়েক বছর সৌদি আরবে শ্রমিকের কাজ করে যায় সে। সেখান থেকে ফিরে এসে ফের ভারতে বসবাস শুরু করে ধৃত। শুক্রবার ওই জাল পাসপোর্ট নিয়ে বাংলাদেশে যাওয়ার সময় অভিবাসন দপ্তরের আধিকারিকদের জালে পড়ে সে। জেরায় ওই যুবকের কাছ থেকে জেরায় জানা গিয়েছে, ধৃত যুবকের পরিবার বাংলাদেশের চট্টগ্রাম জেলার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রয়েছে বিগত কয়েক মাস ধরে।

উল্লেখ্য, মণিপুর হয়ে ভারতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ নতুন কিছু নয়। পশ্চিমবঙ্গেও আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা শরণার্থী। মানবিকতার নাম তাদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই অনুপ্রবেশকারীরা জাতীয় নিরাপত্তার জন্য চিন্তার বিষয় বলে হুঁশিয়ারি দিয়েছেন গোয়েন্দারা। 

[নভেম্বরে প্রথম ধাপে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মায়ানমার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার