shono
Advertisement

‘যশ’নিয়ে মোদির রিভিউ মিটিংয়ে আমন্ত্রিত বিজেপির ২ জনপ্রতিনিধি, ঘোর আপত্তি মমতার

এই পর্যালোচনা বৈঠকে গরহাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী।
Posted: 11:02 AM May 28, 2021Updated: 12:40 PM May 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় ‘যশ’ বা ‘ইয়াসে’র (Cyclone Yaas) প্রভাবে প্রায় তছনছ দিঘা। দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার অবস্থাও প্রায় একইরকম। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি নিয়ে আজ কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যপাল জগদীপ ধনকড়ের উপস্থিতিতে এই বৈঠক হলেও, দ্বিতীয় বৈঠক অর্থাৎ রিভিউ মিটিংয়ে মমতার উপস্থিতি নিয়ে সংশয় তৈরি হয়েছে। কলাইকুন্ডায় ‘যশ’ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর থাকবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বৃহস্পতিবারই জানানো হয়েছে, কলাইকুন্ডার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়াও ওই বৈঠকে থাকার কথা রাজ্যপাল জগদীপ ধনকড়ের। তিনি নিজেই টুইটে সেকথা জানিয়েছেন। 

[আরও পড়ুন: বাবা-মাকে দীক্ষা দেওয়ার অজুহাতে আলাপ, নাবালিকাকে অপহরণ, ফাঁস ‘গুরুদেবে’র কুকীর্তি]

এদিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকার কথা মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বৈঠকে কারা থাকবেন সেই তালিকা দেখেই ‘বিরক্ত’ রাজ্য প্রশাসন। দেবশ্রী চৌধুরী (Debashree Chowdhury) এবং শুভেন্দু অধিকারীর বৈঠকে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। রাজ্যের যুক্তি, শুভেন্দু অধিকারী শুধুমাত্র নন্দীগ্রামের জয়ী বিধায়ক ছাড়া আর কিছুই নন তিনি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে কেন থাকবেন তিনি? যদিও রাজ্যপাল বৈঠকে থাকলে আপত্তি নেই রাজ্যের। সূত্রের খবর, মোদির সঙ্গে একান্তে কথা বলতে রাজি মুখ্যমন্ত্রী। তবে সূত্রের খবর, শুভেন্দু অধিকারী কিংবা দেবশ্রী চৌধুরী থাকলে ওই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন না বলেই স্থির করেছেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, ‘যশ’ পরবর্তী মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বৈঠককে অকারণে ‘রাজনৈতিক’ করে তোলা হচ্ছে। আপাতত কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বৈঠকের দিকেই এখন নজর সকলের। 

[আরও পড়ুন: ব্যর্থ ‘রোবট’ও! একটা দিন পেরলেও আয়ত্তে এল না নিউ বারাকপুরের কারখানার আগুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার