shono
Advertisement
Humayun Kabir

বেলডাঙার সভামঞ্চে হুমায়ুন, আর কিছুক্ষণের মধ্যেই দলের নাম ঘোষণা করবেন বিধায়ক

পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করার কথা তাঁর। 
Published By: Sayani SenPosted: 11:50 AM Dec 22, 2025Updated: 11:50 AM Dec 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবরি মসজিদের শিলান্যাসের পর এবার নিজের দল ঘোষণা করবেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়ার মাঠে সভার আয়োজন করা হয়েছে। ওই সভামঞ্চে দাঁড়িয়ে নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি। সূত্রের খবর, দলটির নাম 'জনতা উন্নয়ন দল'। পাঁচজন প্রার্থীর নামও ঘোষণা করার কথা তাঁর। 

Advertisement

দলের নাম ঘোষণার আগে রবিবার দুপুরে সভার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। নতুন দল ঘোষণার আগে ফেসবুক পোস্টে জনসমর্থনের আর্জি জানান হুমায়ুন। মালদহ, নদিয়া, দুই দিনাজপুর, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকার মানুষকে রাজনৈতিক দলের সভায় উপস্থিত থাকার আহ্বান জানান। সেই অনুযায়ী এদিনের সভায় বহু মানুষ ভিড় জমিয়েছেন। রয়েছেন আসাউদ্দিন ওয়েইসির মিম সমর্থকরাও।

উল্লেখ্য, দিনকয়েক ধরেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। তাঁর মন্তব্যে বারবার অস্বস্তিতে পড়ে শাসকশিবির তৃণমূল। তাঁকে সতর্কও করেছে দল। তবে তাতেও কাজের কাজ হয়নি কিছুই। পরিবর্তে ক্রমশ দলের বিরুদ্ধেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন হুমায়ুন। পরবর্তীতে মসজিদের শিলান্যাস করার কথা ঘোষণা করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। গত ৬ ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাসও করেন। তবে ইতিমধ্যে হুমায়ুনকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে তৃণমূল। প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেন হুমায়ুন। পরে যদিও সিদ্ধান্ত বদল করেন। হুমায়ুন সাফ জানান, কোনওভাবেই বিধায়ক পদ ছাড়বেন না তিনি। এই পরিস্থিতিতে নয়া দল ঘোষণা করতে চলেছেন ভরতপুরের বিধায়ক।

এরপর আগামী ৪ জানুয়ারি ডোমকল জনকল্যাণ ময়দানে সভা হবে। হুমায়ুন জানান, ফেব্রুয়ারি মাসে এক লক্ষ মানুষের মধ্যাহ্নভোজন এবং পবিত্র কোরান পাঠ হবে রেজিনগরে। এরপর আনুষ্ঠানিকভাবে বাবরি মসজিদের 'বেসমেন্ট' তৈরি হবে। বলে রাখা ভালো, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শাসক-বিরোধী উভয়পক্ষ রণনীতি তৈরি করতে কোমর বেঁধে নেমে পড়েছে। তারই মাঝে হুমায়ুন কবীরের নতুন দল ঘোষণা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এই দল আদৌ ভোটবাক্সে কোনও প্রভাব ফেলতে পারে নাকি তার উত্তর দেবে সময়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবরি মসজিদের শিলান্যাসের পর এবার নিজের দল ঘোষণা করবেন সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীর।
  • সোমবার মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়ার মাঠে সভার আয়োজন করা হয়।
  • ওই সভামঞ্চে দাঁড়িয়ে নতুন দলের নাম ঘোষণা করবেন তিনি।
Advertisement