shono
Advertisement
Krishnendu Narayan Chowdhury

ডি-কোম্পানির নামে খুনের হুমকি তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে! বাড়ল নিরাপত্তা

ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ।
Published By: Tiyasha SarkarPosted: 02:39 PM Feb 21, 2025Updated: 04:09 PM Feb 21, 2025

বাবুল হক, মালদহ: ডি-কোম্পানির নাম করে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে খুনের হুমকি! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। বাড়ানো হচ্ছে চেয়ারম্য়ানের নিরাপত্তা।  

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার সকাল ১০ টা বেজে ৪০ মিনিট নাগাদ কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কাছে একটি ফোন যায়। রিসিভ করতেই জানানো হয় ডি-কোম্পানির তরফে প্রদীপ কথা বলছেন। এরপরই ওপ্রান্ত থেকে প্রশ্ন করা হয়, কৃষ্ণেন্দুবাবু তাঁর পাঠানো মেসেজ দেখেছেন কি না। জবাবে তিনি জানান যে দেখেননি। এরপরই ফোনে তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়া হয়। বলা হয়, আগামিকালের মধ্যে '২০ পেটি' পাঠাতে হবে, নাহলে খুন করে দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, কিছুদিন ধরেই উত্তপ্ত মালদহ। দুলাল সরকারকে খুনের পর আক্রান্ত হয়েছেন আরও ২নেতা। তা নিয়ে চাপানউতোর থামতে না থামতেই এবার কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি ফোন নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার নেপথ্যে কে বা কারা তা খতিয়ে দেখছে পুলিশ। যে নম্বর থেকে ফোন এসেছিল সেটি বর্তমানে তদন্তকারীদের স্ক্যানারে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডি কোম্পানির নাম করে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্য়ানকে খুনের হুমকি! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।
  • ইতিমধ্যেই ইংরেজবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। বাড়ানো হচ্ছে চেয়ারম্য়ানের নিরাপত্তা। 
Advertisement