shono
Advertisement

সিনেমার কায়দায় অপহরণের ছক, কুলটির নিষিদ্ধপল্লিতে শুট আউট

এলোপাথাড়ি গুলিতে জখম ৪৷ The post সিনেমার কায়দায় অপহরণের ছক, কুলটির নিষিদ্ধপল্লিতে শুট আউট appeared first on Sangbad Pratidin.
Posted: 10:14 PM Nov 04, 2018Updated: 10:14 PM Nov 04, 2018

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ভরা সন্ধ্যায় শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কুলটিতে সীতারামপুরের পতিতাপল্লিতে৷ সিনেমার কায়দায় এক যুবককে অপহরণ করতে এসে ধরা পড়ে গেল দুষ্কৃতীরা৷ পালানোর জন্য এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা৷ সেই গুলির আঘাতেই গুরুতর জখম হন দু’জন৷ বন্দুকের বাঁটের আঘাতে মাথা ফেটে যায় আরও দু’জনের৷ তাঁদের ভরতি করা হয়েছে স্থানীয় হাসপাতালে৷ স্থানীয়দের হাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী৷ তাদের গণপ্রহার দিয়ে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে৷

Advertisement

[পাঁচ মিনিটের ঘূর্ণিঝড়ে তছনছ কান্দির গোকর্ণ, ভাঙল একাধিক কালীপুজোর মণ্ডপ]

কুলটির সীতারামপুরের পতিতাপল্লিতে দুষ্কৃতী হানার এই ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যায়। জানা গিয়েছে, এক যুবককে অপহরণ করতে আসে দুই দুষ্কৃতী৷ তাঁদের রাস্তা রুখে দাঁড়ান স্থানীয়রা৷ এরপরেই আশপাশের লোকজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় ওই দুই দুষ্কৃতী। গুলিতে জখম হন দু’জন। বন্দুকের বাঁটের আঘাতে মাথা ফাটে দু’জনের। কিন্তু শেষ রক্ষা হয় না৷ স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন ওই দুই দুষ্কৃতীকে৷ গণপ্রহার দিয়ে তাদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। আহতদের আসানসোল জেলা হাসপাতালে ভরতি করা হয়েছে৷

[জিএসটি জট ও আইনের প্যাঁচে বিলুপ্তির পথে হাওড়ার বাজি শিল্প]

জানা গিয়েছে, পতিতাপল্লিতে আসা ওই যুবকের নাম অমিত কুমার গুপ্তা৷ বাড়ি বিহারের ঔরঙ্গাবাদ। প্রায়ই তাঁকে আসেন শীতল নামে এক মহিলার কাছে আসতে দেখা যায়৷ এদিন দু’দিনের জন্য তিনি এসেছিলেন সীতারামপুরে। স্থানীরা জানিয়েছেন, ঝাড়খণ্ড পুলিশের পরিচয় দিয়ে শীতলের বাড়িতে ঢোকে ওই দুই দুষ্কৃতী। অমিতকে বলপূর্বক বাইরে বের করা চেষ্টা করে৷ চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। তখনই অমিত চিৎকার করে বলেন তাঁকে ওই দুই দুষ্কৃতী অপহরণের চেষ্টা করছে। এরপরেই স্থানীয়রা রুখে দাঁড়ান। তখনই গুলি চালায় এবং বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে তারা৷ অমিতের হাতে গুলি লাগে। অন্য আরেকজনের কাঁধ ঘেঁষে চলে যায় একটি গুলি৷ বন্দুকের বাঁট দিয়ে মেরে মহম্মদ আজাদ ও আরেক যুবকের মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। পালানোর চেষ্টা করলেও দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা৷ খবর দেওয়া হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসেই দুই দুষ্কৃতীকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে৷ পুলিশ সূত্রে খবর, দুই অপহরণকারীর বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তুণ্ডিতে। সঞ্জয় মণ্ডল ও চিন্তামণি মণ্ডল তাদের নাম। ধৃতদের দাবি, অমিত গুপ্তা তাদের কাছ থেকে দেড় লক্ষ টাকা নিয়েও ফেরত দিচ্ছিল না। তাই অমিতের খোঁজ পেয়ে তাঁকে তুল নিয়ে যেতে আসে তারা।

ছবি: মৈনাক মুখোপাধ্যায়

The post সিনেমার কায়দায় অপহরণের ছক, কুলটির নিষিদ্ধপল্লিতে শুট আউট appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement