shono
Advertisement
Siliguri

৬ দিন বন্ধ শিলিগুড়ি-গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়ক, কোন পথে যাবেন পর্যটকরা?

ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই বিজ্ঞপ্তি জারি করেছে।
Published By: Suhrid DasPosted: 07:08 PM May 02, 2025Updated: 07:08 PM May 02, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: ভরা পর্যটন মরশুমে জোর ধাক্কা। বর্ষার আগে মেরামতির জন্য বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়ক পথ। উত্তরবঙ্গের এই জাতীয় সড়ক যোগাযোগের 'লাইফ লাইন' হিসেবে পরিচিত। ফলে যাতায়াতে সমস্যা হবে পর্যটক থেকে সাধারণ যাত্রীদের। সেই আশঙ্কা ছড়িয়েছে এলাকায়। প্রশাসন সূত্রে এদিন এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

Advertisement

আগামী ৯ মে থেকে বন্ধ হচ্ছে সেভক-রংপো দশ নম্বর জাতীয় সড়ক। 'ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন' বিজ্ঞপ্তি জারি করে ছয়দিন শিলিগুড়ি থেকে গ্যাংটক সড়ক যোগাযোগের 'লাইফ লাইন' হিসেবে পরিচিত ওই জাতীয় সড়ক বন্ধের কথা জানিয়েছে। তবে দিনরাত বন্ধ থাকবে না। দু'ঘন্টা কাজের পর এক ঘন্টা ছাড় দেওয়া হবে। কেবল পর্যটকদের সুবিধার জন্যই ওই ছাড় দেওয়া হচ্ছে। পড়ুয়াদের স্কুলে গ্রীষ্মের ছুটিতে অনেকেই সিকিম ভ্রমণের পরিকল্পনা নিয়েছেন। তাদের কিছুটা যাতায়াতের সুবিধার জন্য এই সিদ্ধান্ত বলে খবর। গরম শেষ হলেই বর্ষা নামবে। উত্তরবঙ্গের বৃষ্টিতে জাতীয় সড়কের উপর মাঝেমধ্যেই ধস নামে। অতীতে ধসের কারণে টানা বেশ কিছু দিন বন্ধও রাখতে হয়েছে এই জাতীয় সড়কের কিছু অংশ। ধসের কথা মাথায় রেখে এবার আগেভাগেই জাতীয় সড়ক মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দফায় ৯ মে থেকে ১১ মে এবং দ্বিতীয় দফায় ১৩ মে থেকে ১৫ মে দশ নম্বর জাতীয় সড়কের সেভক থেকে রংপো পর্যন্ত বন্ধ থাকবে। রাস্তা বন্ধের সময় সকাল ৫টা থেকে সকাল ৭টা, সকাল ৮টা থেকে সকাল ১০টা, সকাল ১১টা থেকে দুপুর ১টা, বিকেল ২টো থেকে বিকেল ৪টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা। প্রতি দু'ঘন্টা অন্তর যে এক ঘন্টা ছাড় থাকবে, ওই সময় কেবল পর্যটকদের গাড়ি যাতায়াত করতে দেওয়া হবে। ট্রাক, পণ্যবাহী যানবাহন চলাচল করতে পারবে না। বিশেষ পরিস্থিতিতে কাজ চলাকালীন কেবল নির্মাণ কাজের সঙ্গে সরাসরি জড়িত যানবাহনগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হবে।

ভ্রমণকারীদের সেই অনুযায়ী তাদের ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার এপ্রিল থেকে পাহাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে। ১০ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধসের মতো পরিস্থিতি হয়েছে। বর্ষায় যেন গত বছরের মতো পরিস্থিতি না হয় সেজন্য এবার আগেভাগে সড়ক মেরামতের কাজে হাত লাগিয়েছে ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেজন্য অন্যান্য গাড়ি চলাচল ঘুরপথে হবে। সেই কথাও জানানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভরা পর্যটন মরশুমে জোর ধাক্কা। বর্ষার আগে মেরামতির জন্য বন্ধ থাকবে শিলিগুড়ি থেকে গ্যাংটক ১০ নম্বর জাতীয় সড়ক পথ।
  • উত্তরবঙ্গের এই জাতীয় সড়ক যোগাযোগের 'লাইফ লাইন' হিসেবে পরিচিত।
  • ফলে যাতায়াতে সমস্যা হবে পর্যটক থেকে সাধারণ যাত্রীদের। সেই আশঙ্কা ছড়িয়েছে এলাকায়।
Advertisement