বিক্রম রায়, কোচবিহার: ফের বিএলওর মৃত্যু বাংলায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব নিয়ে চিন্তা! কোচবিহারে হৃদরোগের আক্রান্ত হয়ে মৃত্যু বিএলওর। এসআইআরের কাজে চাপের কারণেই তাঁর মৃত্যু হয়েছে দাবি পরিবারের। এই মৃত্যুতে এসাআইআর প্রক্রিয়া নিয়ে ফের ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল।
মৃতের নাম আশিস ধর। তিনি কোচবিহারের ইছামাড়ি বানেশ্বরের ১০৩ নম্বর বুথের বিএলওর দায়িত্ব পেয়েছিলেন। আজ, শনিবার তাঁর বুথের ম্যাপিং না হওয়া ভোটারদের শুনানি প্রক্রিয়া ছিল। আশিসবাবুর পরিবারের সদস্যরা জানাচ্ছেন, শুক্রবার রাত থেকে হিয়ারিং প্রক্রিয়া নিয়ে চিন্তায় ছিলেন বিএলও। শুক্রবার রাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাতেই মৃত্যু হয় আশিসবাবুর।
মৃতের পরিবার এক সদস্য জানাচ্ছেন, "এসআইআর নিয়ে খুব চিন্তায় ছিল। সারাক্ষণ বলত এই প্রক্রিয়া শেষ হলে বাঁচবে। একমাত্র ছেলে ছিল। পরিবারের কী হবে তা নিয়ে চিন্তায়।" পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। প্রশাসনের আধিকারিকেরা বিষয়টি খতিয়ে দেখছে।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ভোটার ও বিএলওদের একের পর এক মৃত্যুর খবর আসছে রাজ্যজুড়ে। কেউ এই প্রক্রিয়াকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন। কেউ চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন বলে অভিযোগ তুলছে পরিবার। শাসকদল তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে যাওয়ার ফলেই এই রকম কাণ্ড ঘটছে।
