Advertisement
নতুন বছর বিশ্ব ভ্রমণের প্ল্যান? টিকিট কাটার আগে এই ৭ শহরের ছবি দেখতে ভুলবেন না!
নামীদামি ছাড়াও বিভিন্ন মহাদেশের অফবিট কিছু জায়গার হদিশ রইল।
সৈয়দ মুজতবা আলির 'দেশে বিদেশে' পড়েছেন তো? কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের 'ছবির দেশ, কবিতার দেশ'? নিশ্চয়ই মানসভ্রমণে এতদিনে ঘুরে এসেছেন পৃথিবীর কতশত প্রান্ত? এবার পরিকল্পনা করছেন চর্মচক্ষে সেসব স্বপ্নের দেশ দেখার? বেশ তো! নতুন বছর অভিযাত্রীর ভূমিকায় আপনিও নতুন। কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ, এখনও ভেবে উঠতে পারেননি? তাহলে আপনার জন্য সহজ পদ্ধতির হদিশ রইল। একনজরে দেখে নিন এসব শহরের ছবি।
শুরু করা যাক এই মহাদেশ থেকেই। একটু পূবের দিকে তাকান, চোখে পড়বে 'উদিত সূর্যের দেশ' জাপানকে। ছোট্ট হলেও এই দ্বীপদেশের শক্তি সম্পর্কে ধারণা তো আছে নিশ্চয়ই? তরতরিয়ে শুধু প্রযুক্তির দিকেই সে এগিয়েছে, তা নয়। এদেশের সৌন্দর্যও আপনাকে চুম্বক আকর্ষণে টানবে। সবচেয়ে আকর্ষণীয় এখানকার চেরি ব্লসমস, জাপানি ছাতা আর বিখ্যাত পোশাক কিমোনো। সেইসঙ্গে অপূর্ব সুন্দর খুদে সব শিল্পকলা। এদেশের কিয়োটো শহর 'চিরবসন্তের দেশ' বলে পরিচিত। বিশ্ব ভ্রমণে বেরিয়ে শুধুমাত্র কিয়োটোতেই ঘুরে আসতে পারেন। ফেব্রুয়ারি থেকে এখানের পথঘাট ভরে থাকবে সুন্দরী চেরিফুলে।
ইউরোপ ঘোরার স্বপ্ন দেখেন অনেকে। আপনার ইউরোপ ট্যুর বেশি আকর্ষণীয় আর স্মরণীয় হতে পারে গতে বাঁধা নামীদামি শহরগুলোকে বাদ দিলে। শুনে অবাক হলেন? এটাই সত্যি, একবার দেখুন না। ধরুন, ফ্রান্স, সুইজারল্যান্ড গেলেন। কিন্তু প্যারিসের ল্যুভর মিউজিয়াম, আইফেল টাওয়ারের মোহ কাটিয়ে চলে যান শান্ত, নির্জন সুইস শহর বার্নে। চরম আধুনিক সব ব্যবস্থার মাঝেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রাচীন এ শহর আপনার মন কাড়বেই।
পূর্ব ইউরোপের চেক প্রজাতন্ত্র। বহু শতাব্দী আগে যুদ্ধে ভেঙেচুরে তৈরি হয়েছিল এই দেশ। তার রাজধানী শহর প্রাগ বহু পরিচিত। শীতের প্রাগ একেবারে বরফ চাদরে মুড়ে থাকে। গথিক স্টাইলের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি যেমন এখানকার অতীতের গল্প বলে, তেমনই পথঘাটের ভিড় আর সৌন্দর্য মন ভুলিয়ে দেয়। অল্প সময়ের জন্য হলেও প্রাগ ট্যুর তাই মাস্ট।
ইউরোপের ছোট্ট দেশ অস্ট্রিয়া। সাধারণত গোটা ইউরোপ ট্যুরে সবাই একদিনেই ঘুরে নেন এই দেশটি। আল্পসের পাদদেশে অস্ট্রিয়ার সলজবুর্গ (Salzburg) শহর যেন একেবারে চিত্রশিল্পীর ক্যানভাস থেকে উঠে আসা। এখানে প্রকৃতি নিজেই নিজের ছবি এঁকেছে! শীতকালীন সলজবুর্গে রাস্তার ধারের কাফেতে অপূর্ব সুরের মূর্চ্ছনা থেকে তুষারশুভ্র পাহাড়ি পথে চড়াই-উতরাই পেরনো - সবটাই দারুণ অ্যাডভেঞ্চার।
এবার এক অন্য মহাদেশে পাড়ি দেওয়া যাক। এখনও যেখানে প্রকৃতি জীবন্ত, সংরক্ষিত, সেই আফ্রিকার বুনো আকর্ষণ কিন্তু ভিন্ন। আফ্রিকা ভ্রমণের স্বাদও আর পাঁচটি জনপ্রিয় দর্শনীয় স্থানের চেয়ে আলাদা। এখানে পা রাখলে আপনার প্রথম চোখে পড়বে খোলা জায়গায় বন্যপ্রাণীর অবাধ বিচরণ। চোখের সামনে দেখবেন, ইয়া বড় বড় জিরাফ, জেব্রা সব ঘুরছে! দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের খ্যাতি তো সকলের জানা। গ্রীষ্মকাল বাদ দিয়ে আপনার বিদেশ ভ্রমণের তালিকায় থাকতেই পারে দক্ষিণ আফ্রিকা।
আফ্রিকা মানে প্রাচীন জনজাতি, তাদের নিজস্ব জীবনযাপন, সংস্কৃতির আলাদা টান। চেনা গণ্ডির বাইরে অচেনা মানুষজনের সঙ্গে মেশা যদি আপনার নেশা হয়, তাহলে অবশ্যই আপনার ডেস্টিনেশন হোক তানজানিয়া। এখানকার মাসাইমারা জনজাতির কথা কে না জানে? চরম দারিদ্রের মাঝেও দিনগুলোকে কীভাবে জীবনের নানা রঙে রাঙিয়ে নেওয়া যায়, সেটা এঁদের থেকে শিক্ষণীয়। এরপর তো বুনো পশুর ঝাঁক বিশেষত হাতি, গণ্ডার, হরিণদের দল বিশেষ দ্রষ্টব্য।
Published By: Sucheta SenguptaPosted: 05:25 PM Jan 03, 2026Updated: 02:09 PM Jan 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
