shono
Advertisement
Venezuela

ভেনেজুয়েলায় মার্কিন বোমা, বন্দি মাদুরো, আস্ফালন ট্রাম্পের! কূটনীতির ট্রাপিজে কী বলছে 'সাবধানী' দিল্লি

ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলল ভারত।
Published By: Amit Kumar DasPosted: 01:57 PM Jan 04, 2026Updated: 02:13 PM Jan 04, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির বেডরুম থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। তেলের ভাণ্ডারের দখল নিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন দেশ চালাবেন তাঁরাই। বিশ্ব রাজনীতিতে বেনজির এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে চিন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো বহু দেশ। এই ডামাডোলের মাঝেই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলল ভারত।

Advertisement

আগ্রাসী আমেরিকার বিরুদ্ধে সরাসরি কোনও মন্তব্য না করলেও রবিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'ভারতের ভেনেজুয়েলার জনগণের মঙ্গল ও তাঁদের নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করছে। আমরা সংশ্লিষ্ট সকলকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। যাতে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। ভেনেজুয়েলায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ভারত গোটা পরিস্থিতির উপর নিবিড়ভাবে নজর রাখছে।' পাশাপাশি আরও জানানো হয়েছে, 'কারাকাসের ভারতীয় দূতাবাস ভেনেজুয়েলায় থাকা সমস্ত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে। এবং সবরকম সহযোগিতা করা হচ্ছে।'

দীর্ঘদিন ধরে চাপানউতোরের পর শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালায় আমেরিকা। বন্দি করা হয় সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে। ভেনেজুয়েলার অভিযোগ, এই হামলা আসলে মার্কিন আগ্রাসনের একটি ঘৃণ্য উদাহরণ। এদের উদ্দেশ্য শুধুমাত্র ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা। সেই অভিযোগের মাঝেই শনিবার সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ”যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব।" যার অর্থ, বকলমে তেলের দেশ ভেনেজুয়েলার দখল নিল আমেরিকা।

আমেরিকার এই আগ্রাসনকে মোটেই ভালো চোখে দেখছে না লাতিন আমেরিকায় ভেনেজুয়েলার প্রতিবেশী বলিভিয়া, আর্জেন্টিনার মতো দেশগুলি। রাশিয়া, চিন, ইরান এমনকী উত্তর কোরিয়াও আমেরিকার এই দাদাগিরিতে যারপরনাই ক্ষুব্ধ। স্পষ্টভাষায় চিন জানিয়ে দিয়েছে, মাদুরো ও তাঁর স্ত্রীকে অপহরণ করে আন্তর্জাতিক আইন ভেঙেছে আমেরিকা। প্রেসিডেন্ট মাদুরোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। রাশিয়া এই হামলাকে মার্কিন আগ্রাসন বলে উল্লেখ করেছে। তবে বিশ্বের বাকি দেশগুলি সরাসরি আমেরিকার 'কুকর্মের' বিরুদ্ধে সরব হলেও কূটনীতির অঙ্কে 'মাপা বিবৃতি' দিন ভারত।

ওয়াকিবহাল মহলের মতে, রাশিয়া, ইরানের সঙ্গে মিত্রতা থাকলেও ভারতের কূটনৈতিক নীতি মেনে আমেরিকাকে চটাতে নারাজ নয়াদিল্লি। তাই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সরাসরি আমেরিকাকে দোষী সাব্যস্ত না করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিল মোদি সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরো গ্রেপ্তারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিশ্বে।
  • আমেরিকার বিরুদ্ধে সরব হয়েছে চিন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো বহু দেশ।
  • এই ডামাডোলের মাঝেই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খুলল ভারত।
Advertisement