shono
Advertisement
SIR in West Bengal

SIR নোটিস পেয়ে শুনানিকেন্দ্রে পরিবারের সকলে! বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের

নিজের-সহ বাড়ির সবার নামে শুনানির নোটিস আসে। বৃহস্পতিবার বৃদ্ধ ছাড়া বাড়ির সবাই শুনানি কেন্দ্রে গিয়েছিলেন। ঘরে একাই ছিলেন বৃদ্ধ। সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি।
Published By: Subhankar PatraPosted: 03:16 PM Jan 15, 2026Updated: 04:57 PM Jan 15, 2026

ফের এসআইআর (SIR in West Bengal) আতঙ্কে মৃত্যু! নিজের-সহ বাড়ির সবার নামে শুনানির নোটিস আসে। বৃহস্পতিবার বৃদ্ধ ছাড়া বাড়ির সবাই শুনানি কেন্দ্রে গিয়েছিলেন। ঘরে একাই ছিলেন বৃদ্ধ। সেই সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরিবারের অভিযোগ, এসআইআরের নোটিস আসায়, সেই আতঙ্কে মারা গিয়েছেন তিনি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ঘটনা।

Advertisement

মৃত বৃদ্ধের নাম পুটু শেখ। বয়স ৬০ বছর। তিনি সামশেরগঞ্জ থানার রামেশ্বরপুর চাচন্ড গ্রামের বাসিন্দা। এসআইআর (SIR in West Bengal) প্রক্রিয়ায় শেখ পরিবারের সকলের নামে শুনানির নোটিস আসে। শুনানির নোটিসে পুটুবাবুর নাম পুট আসে বলে দাবি পরিবারের। নোটিস ও তাতে নামের বানান ভুল থাকায় চিন্তায় ছিলেন বৃদ্ধ। এরমাঝে পরিবারে ছেলে, বউমার নামেও নোটিস আসতে শুরু করে। তারপর থেকেই তীব্র আতঙ্কে ভুগতে থাকেন তিনি।

এদিন বৃহস্পতিবার সামশেরগঞ্জ বিডিও অফিসে শুনানিতে যান পরিবারের বাকি সদস্যরা। সেই সময় পরিবারের সদস্যদের কাছে খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুটু শেখের। তড়িঘড়ি অফিসারদের বলে কোনও রকমে হিয়ারিং প্রক্রিয়া শেষ করে বাড়ি ফিরে যান পুটু শেখের পরিবারের সদস্যরা। এসআইআর আতঙ্কেই বাড়ির কর্তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement