নির্বাচনের আগে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অস্ত্র-সহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করল জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। ধৃত তিনজনের নাম রফিকুল মণ্ডল, কাউসার আলি এবং সাকিরুল সেখ। ধৃতদের কাছ থেকে ৩০০ রাউন্ড গুলি, দুটি ইম্প্রোভাইজড পিস্তল, ম্যাগাজিন সহ ১০ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল ধৃতরা। তবে কাকে এবং কী উদ্দেশ্যে হাতবদল করা হচ্ছিল বিপুল এই আগ্নেয়াস্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে নাশকতার কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বহরমপুরের সুভাষনগর এলাকায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কাছ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই বিষয়ে আগেই পুলিশের কাছে খবর আসে। সেই মতো গোপন সূত্রে ওই এলাকায় ফাঁদ পাতেন পুলিশ আধিকারিকরা। ধৃত তিনজন সেখানে আসা মাত্র হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।মুর্শিদাবাদ (Murshidabad) পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান বলেন, ''বুধবার সন্ধ্যায় বহরমপুরের সুভাষনগর এলাকায় এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রের কাছাকাছি জড়ো হয়েছিল ধৃতরা। মূলত আগ্নেয়াস্ত্র গুলি হাত বদল করাই উদ্দেশ্যে ছিল। তার আগেই জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের প্রধান অমিত ভকতের নেতৃত্বে, বহরমপুর থানার পুলিশের সাথে যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।''
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রফিকুল ইসলামের বাড়ি ইসলামপুর এলাকায়। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এমনকী আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে ধৃত রফিকুল জড়িত বলে দাবি।
