রমণী বিশ্বাস, তেহট্ট: ভারত ও বাংলাদেশ দু'দেশের ভোটার তালিকাতেই নাম! এদিকে এসআইআর প্রক্রিয়ায় শুনানি পর্বেও ডাক পড়েছে। সেই পর্বে উপস্থিত থাকতে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার সময় গ্রেপ্তার যুবক। সাহায্য করার দায়ে গ্রেপ্তার হয়েছেন তার মামাও। ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের বাংলাদেশ সীমান্তে।
ধৃতের নাম ধৃতের নাম পরেশ মণ্ডল। তার সঙ্গে থাকা নথি অনুযায়ী, সে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। এদিকে ভারতের ভোটার তালিকাতেও তার নাম রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার তেহট্টের ইলশেমারির কাছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বরাবর কাঁটাতার কেটে ভারতে অনুপ্রবেশ করে পরেশ! অভিযোগ, সেই সময় তাকে সাহায্য করেন তেহট্ট থানার মোবারকপুরের বাসিন্দা সুব্রত সরকার। পরেশ ভারতের ভূখণ্ডে ঢোকার পর টহলরত বিএসএফ জওয়ানরা তা দেখতে পেয়ে দু'জনকে আটক করেন। এরপর প্রাথমিকভাবে তদন্তের পর ওই দিন রাতেই ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা সম্পর্কে মামা-ভাগ্নে। পরেশের থেকে বাংলাদেশের ‘জাতীয় পরিচয় পত্র’(ভোটার কার্ড)-এর প্রতিলিপি উদ্ধার হয়েছে। সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত পরেশ বাংলাদেশের নাগরিক। পাশাপাশি ভারতেও ভোটার তালিকায় নাম আছে তার। এই বিষয়ে বিএসএফও নিশ্চিত করেছে বলে সূত্রের খবর।
কীভাবে ধৃত পরেশের নাম ভারতীয় ভোটার তালিকায় এল, কারা এই কাণ্ডে জড়িত সেই বিষয়ে তদন্ত করেছে পুলিশ। এদিকে সোমবার তেহট্ট থানার পুলিশ ধৃতদের তেহট্ট আদালতে হাজির করে। বিচারক তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। আজ, বৃহস্পতিবার হেফাজতের মেয়াদ শেষ হতেই ফের তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।
