shono
Advertisement
Mahua Moitra

মহুয়ায় ক্ষুব্ধ ৬ বিধায়ক, 'অসহযোগিতা'র অভিযোগে মমতাকে নালিশ

সম্প্রতি কারও সঙ্গে আলোচনা ছাড়াই মহুয়া একাধিক বুথ ও অঞ্চল সভাপতিকে বদল করেছেন বলে অভিযোগ ৬ বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, কল্লোল খাঁ, মানিক ভট্টাচার্য, নাসিরুদ্দিন আহমেদ, বিমলেন্দু সিংহরায়ের।
Published By: Sucheta SenguptaPosted: 02:27 PM Dec 05, 2024Updated: 02:38 PM Dec 05, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সঙ্গে আলোচনা নেই, ইচ্ছেমতো চালাচ্ছেন সংগঠন, মর্জিমাফিক রদবদলও করছেন। এমনই একাধিক অভিযোগে এবার নদিয়া তৃণমূলে 'গৃহযুদ্ধ'! দলের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এবার একযোগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানালেন জেলার ৬ বিধায়ক। সূত্রের খবর, দলনেত্রীকে লেখা চিঠিতে বিধায়করা সাফ অভিযোগ জানিয়েছেন, দল চালাতে অসহযোগিতা করছেন মহুয়া মৈত্র। এরকম করলে সংগঠনের কাজ করা সম্ভব নয়।

Advertisement

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে যে ৬ বিধায়ক সরব হয়েছেন, সেই তালিকায় রয়েছেন কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস, নাকাশিপাড়ার কল্লোল খাঁ, চাপড়ার রুকবানুর রহমান, করিমপুরের বিমলেন্দু সিংহরায়, পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য, কালিগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাঁরা অভিযোগ জানিয়েছেন, তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া সম্প্রতি ১৭৮ জন বুথ সভাপতি আর ১৭ জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন। উলটে যাঁদের বিরুদ্ধে বহু অভিযোগ, তাঁদের সামনে আনা হচ্ছে। এমনটা চলতে থাকলে সুস্থভাবে সংগঠনের কাজ চালানো তাঁদের পক্ষে সম্ভব নয় বলে বক্তব্য কল্লোল খাঁ, উজ্জ্বল বিশ্বাসদের।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে সংসদে টাকার বিনিময়ে আদানি বিরোধী প্রশ্ন তোলার অভিযোগে মহুয়ার সদস্যপদ খারিজ হয়। ভোটের কয়েকমাস আগে তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করে এথিক্স কমিটি। সাংসদ পদ হারানো মহুয়ার পাশে থেকে তাঁকে কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভানেত্রীর দায়িত্ব তুলে দেন তৃণমূল সুপ্রিমো। নদিয়া গিয়ে তাঁকে সামনে এনে এই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মহুয়াকে চব্বিশের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে প্রার্থী করা হয়। বিশাল ব্যবধানে মহুয়া সেখান থেকে জয়ী হওয়ার পরও জেলা সভানেত্রীর দায়িত্ব ছিল তাঁর হাতেই। আর সেই ক্ষমতাবলে মহুয়া নিজের মর্জিমতো সংগঠন চালাচ্ছেন বলে অভিযোগ জেলার বাকি বিধায়কদের।

যদিও কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। আগেও একাধিকবার নিজের মতো করে সংগঠন চালানোয় কাঠগড়ায় তোলা হয়েছিল মহুয়াকে। এবার একক সিদ্ধান্তে এতজন অঞ্চল সভাপতি ও বুথ সভাপতি বদল করায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তাঁরা। বিধানসভা অধিবেশনে সাংসদের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ জানিয়ে সোজা দলনেত্রীকেই চিঠি দিয়েছেন উজ্জ্বল বিশ্বাস, রুকবানুর রহমান, কল্লোল খাঁ, মানিক ভট্টাচার্যরা। যদিও এ বিষয়ে এখনও সাংসদের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহুয়ায় ক্ষুব্ধ দলের ৬ বিধায়ক।
  • মর্জিমতো সংগঠন চালানোর অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিধায়কদের।
Advertisement