shono
Advertisement
Cooch Behar

একাধিক বিষয়ে বচসা! কোচবিহারে বাবাকে এলোপাথাড়ি কুপিয়ে 'খুন', গ্রেপ্তার গুণধর ছেলে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 07:42 PM Jun 28, 2025Updated: 07:42 PM Jun 28, 2025

বিক্রম রায়, কোচবিহার: বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরেই। এদিনও ফের বাবার সঙ্গে ছেলের ঝগড়া চলে। সেই ঝগড়া চলাকালীন ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে বাবাকে 'খুন' করল গুণধর ছেলে। মৃত ব্যক্তির নাম রাকেশ চৌধুরী। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণী এলাকার একটি বাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকেন রাকেশ কুমার। উত্তরপ্রদেশের আদি বাসিন্দা রাকেশ দিনমজুরের কাজ করতেন বলে খবর। বেশ কিছুদিন ধরে বড়ছেলে করণ চৌধুরীর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ চলছিল। আজ, শনিবার দুপুরেও বাবা-ছেলের মধ্যে শুরু হয় ঝগড়া। অভিযোগ, ওই বিবাদ চলার সময়ই বাড়িতে থাকা ছুরি দিয়ে বাবাকে সটান আঘাত করে গুণধর ছেলে। ছুরি দিয়ে বাবার পেট, বুক, গলা-সহ একাধিক জায়গায় কোপ মারা হয় বলে অভিযোগ। ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। কিন্তু তারপরেও দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ। প্রায় ঘণ্টাখানেক ঘরের মধ্যেই রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে রাখা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত রক্তাক্ত বাবাকে উদ্ধার করে স্থানীয় মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে নিয়ে যায় করণ। কিছু সময় পরে হাসপাতালেই মারা যান ওই ব্যক্তি। হাসপাতাল থেকেই কোচবিহার থানায় খবর দেওয়া হয়। ঘটনা শুনে হাসপাতালে যায় পুলিশ। ১১ নম্বর ওয়ার্ডের ওই বাড়িতেও বিকেলে তদন্তে যান পুলিশ আধিকারিকরা। 'খুনে' ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকেও গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাবার সঙ্গে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন ধরেই।
  • এদিনও ফের বাবার সঙ্গে ছেলের ঝগড়া চলে।
  • সেই ঝগড়া চলাকালীন ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে বাবাকে 'খুন' করল গুণধর ছেলের।
Advertisement